মোবাইল পানিতে ভিজে গেলে কি করবেন -Emlearning point 24

হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই। আশা করি সবাই ভাল আছেন। সবাইকে আবারো স্বাগতম আমাদের ওয়েবসাইটে। তো প্রতিবারের মতো আমরা আজকে আমাদের মাঝে উপস্থিত হয়েছি নতুন একটি টপিক নিয়ে। আমাদের আজকের টপিক ” মোবাইল পানিতে ভিজে গেলে কি করবেন ” । তো তাহলে চলুন শুরু করা যাক আমাদের আজকের টপিক ।

মোবাইল হলো বর্তমানের আধুনিক প্রযুক্তির মাঝে অন্যতম। আমরা প্রায় প্রতি কাজ ই এখন করতে পারি মোবাইলের মাধ্যমে। আমাদের দৈনন্দিন জীবনে আমরা প্রতিদিন ই মোবাইল ব্যবহার করে থাকি। কিন্তু কখনো ভেবেছেন কি আপনার হাতের কেনা ১৫০০০-২০০০০ টাকার মোবাইলটি যদি কখনো পানিতে ভিজে যায় তাহলে আপনার করণীয় কি ? অথবা সেই মুহূর্তে আপনি কি করতে পারেন। তো আজ সেই বিষয়ে কথা বলছি । বন্ধুরা আমাদের অসতর্কতার জন্য অনেক সময় আমাদের মোবাইলটি পানিতে পড়ে যেতে পারে । সেক্ষেত্রে আমরা প্রথমেই সার্ভিসিং সেন্টারে না গিয়ে প্রাথমিকভাবে চেষ্টা করলে অনেক সময় আমাদের মোবাইলটি রক্ষা পেতে পারে।

মোবাইল পানিতে ভিজে গেলে কি করবেন:

১. ব্যাটারি খুলে ফেলুন:

  • আপনার হাতে থাকা মোবাইল যদি কখনো বৃষ্টির পানিতে ভিজে যায়। অথবা কোনো কারণে পানিতে পড়ে যায়। তাহলে সাথে সাথে মোবাইল টি পানি থেকে তুলে ফেলুন। পানি থেকে তুলে দেখুন যে মোবাইলটি চালু আছে নাকি বন্ধ হয়ে গেছে। যদি মোবাইলটি চালু থাকে তাহলে মোবাইলটি সাথে সাথে বন্ধ করে ফেলুন। এবং বন্ধ করার সাথে সাথে মোবাইলের ব্যাটারি খুলে ফেলুন। এবং মোবাইলটি বাতাসের নিচে রাখুন। ফ্যানের নিচে রাখতে পারেন। তবে এয়ারকন্ডিশনার ব্যবহার করবেন না। কারণ এয়ারকন্ডিশনারের বাতাস অনেক গরম হয়। যার ফলে আপনার মোবাইলে সমস্যা হতে পারে। এবং ব্যাটারি খুলে রাখার সাথে সাথে সিম/মেমোরিকার্ড খুলে রাখতে হবে অবশ্যই।

আরো পড়তে পারেন: * জাতীয় পরিচয় পত্র আবেদন করার সঠিক নিয়ম

২. শুকনা কোনো জায়গায় রাখা:

  • আপনার পক্ষে যদি মোবাইলটি বাতাসে রাখা সম্ভব না হয় তাহলে আপনি শুকনা কোনো জায়গা । যেমন: চাউলের ভিতকারণ চাউল হলো পানি গ্রাহি পদার্থ। তা সহজে আপনার মোবাইলে ঢোকা পানি শুষে নিতে পারবে।
  • ৩. এরপর মোবাইলটি যথাসম্ভব ২৪ ঘন্টা ব্যবহার না করে। ২৪ ঘন্টা পর যদি তাও পানি দেখা যায় তাহলে আপনি মোবাইলটি হালকা রোদে শুকিয়ে নিবেন। এবং ব্যাটারি লাগিয়ে দেখে নিবেন যে আপনার মোবাইলটি ওপেন হচ্ছে কিনা।

৪. ফোনটি ধুয়ে ফেলুন:

  • এই কাজটা শুধু তখন ই করবেন যখন, আপনার মোবাইল নোনা পানিতে পড়বে । মনে করেন আপনি সমুদ্রে ঘুরতে গেছেন তখন আপনার মোবাইলটি হঠাৎ পানিতে পড়ে গেল তখন আপনি কোনো কথা চিন্তা না করেই আগে আপনার মোবাইলটি ধুয়ে ফেলবেন সাধু(মিঠা পানি / মিনারেল ওয়াটার দিয়ে)। এটার কারণ হচ্ছে লবণাক্ত পানি সবচেয়ে বেশি ক্ষতিকর মোবাইলের জন্য। কারণ লবণাক্ত পানি সহজেই মাদারবোর্ডের সার্কিট নষ্ট করে দিতে পারে।

৫. মোবাইলটি ঝাকাঝাকি না করা :

  • আমরা অনেকেই মোবাইল পানিতে পড়লেই আগে থেকে ঝাকাঝাকি শুরু করি । কিন্তু এটি মোটেই ঠিক না। আমরা যদি মোবাইল নিয়ে ঝাকাঝাকি করি তাহলে আমাদের মোবাইলের ভিতরের পার্টস নড়ে মেতে পারে তখন এতে আরো বিপদ বাড়তে পারে।

৬. সিলিকা জেল ব্যবহার করতে পারেন :

  • সিলিকা জেল হলো আমরা অনেক সময় ক্যালসিয়ামের বা অনুমান ওষুধের কৌটায় দেখতে পারি যে ছোট ছোট একধরনের দানা এটাই সিলিকা জেল। আমরা অনেক সময় এটার ব্যবহার না জেনেই এটা ফেলে দিই। কিন্তু বাস্তবে এটার ব্যবহার অনেক বেশি। এই সিলিকা জেল দিয়েই আপনার মোবাইল সুরক্ষিত হতে পারে। এটা অত্যন্ত পানি শোষণ করতে পারে। তাই আপনার মোবাইলটি শুকানোর সময় টিস্যু পেপারের নিচে এগুলো দিয়ে শুকাতে দিতে পারেন তাহলে আপনার ফোন সহজেই বড় বিপদ থেকে রক্ষা পেতে পারে।

৭.ফ্যানের নিচে দেওয়া :

  • এই সকল কাজ করার পর আমাদের অবশ্যই আরেকটি কাজ করতে হবে সেটি হলো আমাদের মোবাইল টি ফ্যানের নিচে দিতে হবে যেন এটির সমস্ত পানি ফ্যানের বাতাসে শুকিয়ে যেতে পারে । এতে আমাদের মোবাইলের ক্ষতির পরিমাণ অনেকটাই কমানো সম্ভব । তবে এসময় ব্যাটারি অবশ্যই মোবাইল থেকে খুলে রাখবেন ।

৭. সার্ভিস সেন্টার:

  • সর্বোপরি উপরের জিনিসগুলো করার পর সার্ভিস সেন্টারে যেতে হবে যদি আপনার মোবাইলে সমস্যা দেখা দেয়।‌‌

আশা করি বন্ধুরা আজকের টপিক টি আপনাদের ভালো লেগেছে। এমন সুন্দর সুন্দর টপিক পেতে আমাদের সাথেই থাকুন।