জেনে নিন সেরা পাঁচ আ্যন্ড্রয়েড টিপস সম্পর্কে

হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই ? আশা করি সবাই ভালোই আছেন । সবাইকে স্বাগতম আমাদের নতুন ব্লগ পোষ্টে । আমাদের আজকের ব্লগ পোষ্টটি হলো ” সেরা পাঁচ আ্যন্ড্রয়েড টিপস” ।‌‌আমি শিহাব আছি আপনাদের সাথে emlearningpoint24.com এর পক্ষ থেকে ।‌ তাহলে চলুন শুরু করা যাক আমাদের আজকের ব্লগটি । প্রতিদিনের ন্যায় আজ আপনাদের সাথে আমরা ব্লগটি নিয়ে খুঁটিনাটি আলোচনা করার চেষ্টা করবো ।‌‌

  • মোবাইলের চার্জ দ্রুত শেষ হলে করণীয়।
  • আ্যান্ড্রয়েড মোবাইল গরম হলে করণীয়।‌‌
  • কম্পিউটার কন্ট্রোল করুন আ্যান্ড্রয়েড মোবাইল দিয়ে ।
  • ছবি তোলার সুন্দর টিপস
  • মোবাইল রুট

মোবাইলের চার্জ দ্রুত শেষ হলে করণীয়:

  • আপনি হয়তো আপনার মোবাইলটি ব্যবহার করার সময় লক্ষ্য করছেন যে আপনার আর আগের মতো চার্জের সার্ভিস পাচ্ছেন না । খুব দ্রুত আপনার মোবাইলের চার্জ শেষ হয়ে যাচ্ছে অথবা সামান্য কারণে অতিরিক্ত চার্জ শেষ হয়ে যাচ্ছে কোনো ভিডিও অথবা অন্যান্য কাজে। বর্তমানে মোবাইল গুলোতে দেখা যায় রিফ্রেশ রেট দেওয়া থাকে ৮০-৯০ শতাংশ‌ যা আপনার মোবাইলের চার্জ দ্রুত‌ শেষ হবার একটি কারণ । আপনি‌ যদি আপনার মোবাইলে চার্জ অধিক সময় ধরে রাখতে চান তাহলে আপনি আপনার রিফ্রেশ রেট ৬০-৬৫ রাখবেন ।‌‌তাছাড়া আমরা অনেক সময় অনেক ধরনের আ্যাপ ব্যবহার করি এবং সেগুলো প্রয়োজন‌ শেষে রিসেন্টে থেকে যায় এবং এগুলো আমাদের চার্জ দ্রুত শেষ হবার অন্যতম কারণ ।

মোবাইল ফোন গরম হলে করণীয়:

  • অনেক সময় দেখা যায় আমাদের মোবাইল ফোন আগের তুলনায় একটু বেশিই গরম হচ্ছে কাজ করার ক্ষেত্রে একটু বেশি সময় নিচ্ছে । এটি হতে পারে আপনার জন্য বিরক্তির কারণ। মোবাইলের অতিরিক্ত গরমের কারণে হলো অতিরিক্ত মোবাইল ব্যবহার এবং অতিরিক্ত গেমিং করা । আপনি যদি অতিরিক্ত গেমিং করেন তাহলে আপনার মোবাইলটি গরম হতে পারে কারণ প্রসেসর এক্ষেত্রে কাজ করবে না এবং আপনার মোবাইলটি স্লো হয়ে যেতে পারে । এছাড়াও আপনি যদি আপনার মোবাইল চার্জে দিয়ে ব্যবহার করেন তাহলে আপনার মোবাইলটি গরম হতে পারে । তাই আপনার কাছে আমাদের একটি সাজেশন সেটি হলো আপনি মোবাইল চার্জে দিয়ে ব্যবহার করবেন না এবং যথাসম্ভব গেমিং কম করার চেষ্টা করবেন । এবং এরপর ও যদি আপনার সমস্যাটির সমাধান না হয় তাহলে আপনি প্রসেসর পরিবর্তন করতে পারেন।

কম্পিউটার কন্ট্রোল করুন আ্যান্ড্রয়েড মোবাইল দিয়ে:

  • কম্পিউটার কন্ট্রোল মোবাইল দিয়ে ? এটি হয়তো আপনার কাছে অবিশ্বাস্য মনে হতে পারে তবে বন্ধু এটি এখন সম্ভব হয়েছে । আপনি চাইলেই সহজেই আপনার হাতের মোবাইল দিয়েই কম্পিউটার কন্ট্রোল করতে পারবেন । তাহলে চলুন বিষয়টি নিয়ে আলোচনা করা যাক। এটা করার জন্য আমাদের একটি সফটওয়্যারের প্রয়োজন হবে সেটি হলো Any desk ।‌‌‌আপনি আপনার প্লেস্টোর থেকে এই সফটওয়্যারটি ডাউনলোড করে নিবেন এবং এরপর অপেন করে নিয়ে আপনি আপনার মোবাইলের সাথে কম্পিউটারটি সেট আপ করে নিবেন । এর জন্য আপনাকে অবশ্যই আপনার কম্পিউটারে এক ই সফটওয়্যার ইন্সটল থাকতে হবে । আ্যাপ ওপেন করলে আপনি দেখতে পারবেন সেখানে একটা আ্যাড্রেস আছে আপনি যদি মোবাইল থেকে কম্পিউটার কন্ট্রোল করতে চান তাহলে আপনি রিমোট আ্যাড্রেস এ গিয়ে কম্পিউটারের আ্যাড্রেস লিখবেন এবং কানেক্ট করে নিবেন ।‌‌‌ এইভাবে খুব সহজেই আপনি আপনার মোবাইল থেকে কম্পিউটার কন্ট্রোল করতে পারবেন।

মোবাইল রুট :

  • বর্তমান সময়ে রুট করা মোবাইল দিয়ে নানা রকম সমস্যা সমাধান সহ বিভিন্ন কাজ করা হয়। আপনি যদি আপনার মোবাইলটি রুট করতে পারেন তাহলে আপনিও উপভোগ করতে পারবেন এই সকল সুবিধাগুলো। তবে মোবাইল রুট করা একটু ঝামেলার কারণ সব ফোন‌ রুট করা ঠিক নয় এবং করা ও যায় না তবে আপনি চেষ্টা করে দেখতে পারেন‌ এর জন্য আপনাকে কম্পিউটারের সহায়তা নিতে হবে । আপনি চাইলে kingoroot এর মাধ্যমেই এটি চেষ্টা করে দেখতে পারেন। এটির সুবিধা হলো রুট করা মোবাইলে আপনি সহজেই রম পরিবর্তন করতে পারবেন ।

আরো পড়ুন : কম্পিউটার স্লো হলে করনীয়

ছবি তোলার সুন্দর টিপস:

  • আপনি যদি ছবি তুলতে পছন্দ করেন তাহলে এই টিপসটি আপনার জন্য। আপনি খুব সহজেই এখন দারুণ সব সুন্দর ছবি তুলতে পারবেন আপনার মোবাইল দিয়েই এবং এটিতে ডি এস এল আর ক্যামেরার মতো সুন্দর ছবি উঠবে । এর জন্য আপনাকে যেটি করতে হবে সেটি হলো G cam নামক সফটওয়্যারটি ডাউনলোড করতে হবে এবং আপনার মোবাইলের সাথে সাপোর্ট করে এমন একটি ফাইল ডাউনলোড করে সেট আপ করে নিতে হবে তাহলেই আপনি উপভোগ করতে পারবেন এই সুন্দর ফিচারটি । আপনি অবশ্যই এটি চেষ্টা করে দেখবেন।

মোবাইলে OTG ক্যাবলের ব্যবহার :

  • OTG ক্যাবলের ব্যবহার সম্পর্কে হয়তো আমরা অনেকেই জানি না ।‌‌‌এটি ব্যবহার করে আমরা চাইলেই আমাদের মোবাইলে মাউস , কিবোর্ড ব্যবহার করতে পারি । এবং গেম খেলার জন্য গেম প্যাড ও ব্যবহার করতে পারি । এছাড়াও আজ কাল অনেক ফিচার বের হয়েছে যার মাধ্যমে আপনি চাইলেই আরো সুন্দর সুন্দর ডিভাইস আপনার মোবাইল ফোনে ব্যবহার করতে পারবেন ।

Duel app future:

  • এটি এমন একটি ফিচার যার মাধ্যমে আপনি আপনার মোবাইলের সমস্ত কিছু দুটি করে ব্যবহার করতে পারবেন। এটি আপনার জন্য একটি সুবিধাবহন করে আনবে কারণ আমাদের অনেক সময় এক ই সফটওয়্যারে দুই রকম কাজ থাকে সেক্ষেত্রে আমরা এটার সুবিধা নিতে পারি ।

এন্টিভাইরাস সফটওয়্যার:

  • আপনার মোবাইলে অবশ্যই একটি এন্টি ভাইরাস সফটওয়্যার রাখবেন কারণ এটা আপনার মোবাইলে অবাঞ্চিত জিনিস যেমন : ভাইরাস, টেম্পোরারি ফাইল ক্রিয়েট করা থেকে সুবিধা দিয়ে থাকবে। এছাড়াও এটা আপনার মোবাইল ফোনকে স্মুথ রাখার জন্য ও ভূমিকা রাখবে তাই আপনি অবশ্যই একটি এন্টি ভাইরাস সফটওয়্যার ব্যবহার করবেন ।

আশা করি বন্ধুরা আমাদের আজকের টিপসটি আপনাদের কাছে ভালোই লেগেছে আমাদের সাথেই থাকুন পরবর্তী ব্লগের জন্য।‌‌‌সবাইকে আবারো ধন্যবাদ জানিয়ে শেষ করছি।

তথ্য: শিহাব(emlearningpoint24.com)