সবাইকে স্বাগতম emlearningpoint24.com এর পক্ষ থেকে । হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই ! আশা করি সবাই ভালো আছেন । প্রতিদিনের ন্যায় আমরা আপনাদের মাঝে আজকেও নিয়ে এসেছি নতুন ব্লগপোষ্ট “আর্টিকেল লেখার ৫ কি টিপস ” । তাহলে চলুন শুরু করা যাক আমাদের আজকের আলোচিত বিষয় ” আর্টিকেল লেখার ৫টি টিপস !
- আর্টিকেল কি
- আর্টিকেল লেখার জন্য কি প্রয়োজন
- আর্টিকেল লিখে ইনকাম করা সম্ভব কিনা !
- আর্টিকেল কিভাবে লিখবো !
আর্টিকেল কি ?
আর্টিকেল হলো মূলত একটি তথ্যবহুল পোষ্ট অথবা অনুচ্ছেদ । সহজে বলতে গেলো কোনো একটি নির্দিষ্ট বিষয় নিয়ে তথ্যবহুল আলোচনাই হলো আর্টিকেল । কোনো একটি বিষয় নিয়ে খুঁটিনাটি আলোচনা করা এবং এর ব্যবহার ইত্যাদি নিয়ে আলোচনা করাও আর্টিকেল । কোনো একটি নির্দিষ্ট বিষয় হোক সেটা ওয়েবসাইটে অথবা কোনো মিডিয়ায় শেয়ার করাও আর্টিকেল। আর্টিকেল বিভিন্ন বিষয়ে লেখা যেতে পারে যেমন: প্রযুক্তি, স্বাস্থ্য কথা , এছাড়াও বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক, রাজনৈতিক ইত্যাদি ।
আর্টিকেল লেখার জন্য কি প্রয়োজন:-
একটি আর্টিকেল কতটুকু জনপ্রিয়তা লাভ করবে তা নির্ভর করবে এটি লেখা ও তথ্য উপস্থাপন করার উপর । একটি আর্টিকেল লেখার জন্য আপনাকে অবশ্যই কয়েকটি বিষয়ে খেয়াল রাখতে হবে যেমন: বিষয় নির্বাচন, তথ্য উপস্থাপন, আর্টিকেল বিষয়ক চাহিদা ।
আর্টিকেল লেখার ৫ টি টিপস :
১. বিষয় নির্ধারণ : আর্টিকেল লেখার জন্য সর্বপ্রথম আমাদের যে বিষয়টি নিয়ে ভাবতে হবে সেটি হলো বিষয় নির্ধারণ। আমাদের অবশ্যই একটি আর্টিকেল লেখার জন্য একটি নির্দিষ্ট বিষয় নিয়ে কাজ করতে হবে । যেমন: আপনি একটি আর্টিকেল লিখবেন প্রযুক্তি বিষয়ক এখন আপনাকে অবশ্যই এই বিষয়টি নিয়ে আগে থেকে একটু ধারণা থাকতে হবে এবং এই বিষয় সম্পর্কে লোকজন যেসব প্রশ্ন করে সেইগুলো অবশ্যই আপনার আর্টিকেলে উপস্থাপন করবেন ।
২. ক্যাটাগরি উপস্হাপন : আপনি আর্টিকেল লেখার সময় অবশ্যই একটি সুন্দর ক্যাটাগরি উপস্হাপন করবেন । মনে রাখবেন সুন্দর আর্টিকেল লেখার অন্যতম বৈশিষ্ট্য হলো একটি ক্যাটাগরি । আপনার ক্যাটাগরি এর জন্য আপনার আর্টিকেল সুন্দর এবং আকর্ষণীয় হয়ে উঠবে ।
৩. ইউনিক ইনফরমেশন: আপনি চেষ্টা করবেন আপনার আর্টিকেলটিকে অন্যান্য আর্টিকেল রাইটার এর থেকে ইউনিক করার। আপনি আপনার আর্টিকেলে অন্যান্য রাইটার থেকে ইনফরমেশন কপি – পেষ্ট না করে নিজে ইউনিক কিছু তথ্য দেওয়ায় চেষ্টা করবেন যেন আপনার আর্টিকেল টি যারা পড়বে তারা আনন্দ খুঁজে পায় ।
৪. রিসার্চ: আর্টিকেল লেখার জন্য আমাদের যতোগুলো বিষয়ে নজর দেওয়া উচিত তার ভেতর এই রিসার্চ অন্যতম। মনে রাখবেন আপনি যতো রিসার্চ করবেন আপনি ততো সুন্দর আর্টিকেল লিখতে পারবেন এবং আর্টিকেলটি ততো সুন্দর ও ইউনিক হবে ঋণ এজন্য একটি আর্টিকেল লেখার সময় অবশ্যই আগে ভালোমতো রিসার্চ করে নিবেন এবং কিছু স্পেশাল বিষয় যোগ করার চেষ্টা করবেন ।
৫.ডেসক্রিপশন : আর্টিকেল লেখার সময় অবশ্যই এই বিষয়টি খেয়াল রাখবেন ।আপনি একটি আর্টিকেল লেখার সময় অবশ্য একটি সুন্দর ডেসক্রিপশন দিবেন । এবং চেষ্টা করবেন আপনার আর্টিকেল প্যারাগ্রাফ আকারে লেখার তবে অবশ্যই প্রতি প্যারাগ্রাফে যেন ১০০ এর বেশি শব্দ না থাকে ।
আরো পড়ুন: মোবাইলে ভিডিও এডিটিং করার ৫ টি সেরা সফটওয়্যার
আর্টিকেল থেকে ইনকাম করা সম্ভব কিনা:
এখন আপনি সকল নিয়ম কানুন মেনে আর্টিকেল লিখলেন এখন আপনার মনে প্রশ্ন আসতে পারে যে আর্টিকেল লিখে ইনকাম করা সম্ভব কিনা। তবে আপনার জন্য আমার উত্তর হলো হ্যা আর্টিকেল লিখে ইনকাম করা সম্ভব। আপনি আর্টিকেল লিখে ইনকাম করতে পারবেন , আপনি যদি একজন ভালো আর্টিকেল রাইটার হন তাহলে আপনি ইনকাম করার জন্য উপায় খুঁজে পাবেন। প্রথমত আপনি গুগলের মাধ্যমে ইনকাম করতে পারবেন এর জন্য একটি ওয়েবসাইটে আর্টিকেল প্রকাশ করে গুগল এডসেন্স এর মাধ্যমে এপরুভ করে এছাড়াও আপনি অন্যান্য নেটওয়ার্ক থেকেও ইনকাম করতে পারবেন । এছাড়াও আপনি একজন আর্টিকেল রাইটার হিসেবে নিয়োগ পেতে পারেন এবং এখান থেকেও আপনি ইনকাম করতে পারবেন।
আর্টিকেল লেখার ক্ষেত্রে এই বিষয়গুলো এড়িয়ে চলুন:
আর্টিকেল লেখার সময় আপনি অবশ্যই কিছু বিষয় মাথায় রাখবেন । কখনো এইগুলো করবেন না তাহলে আপনি ভালো আর্টিকেল লিখতে পারবেন না । যেমন:
- অটোমেটিক্যালি জেনারেটিভ কন্টেন্ট কপি পেষ্ট পরিহার
- অপ্রয়োজনীয় লিংক শেয়ার করা থেকে বিরত থাকুন ।
- কোনো হ্যাকিং টুলস নিয়ে লেখা থেকে বিরত থাকুন
আশা করি বন্ধুরা আমাদের আজকের আলোচিত বিষয়টি আপনাদের ভালোই লেগেছে। আমাদের সাথেই থাকুন পরবর্তী পোস্টের জন্য। সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি।