ব্লগিংয়ের সেরা টিপস

হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই ? আশা করি সবাই ভাল আছেন। সবাইকে emlearningpoint24.com এর পক্ষ‌ থেকে স্বাগতম। আমি স্বাধীন আহমেদ জয় আছি আপনাদের সাথে। আজ আমরা আপনাদের সাথে শেয়ার করবো ব্লগিং নিয়ে কিছু অসাধারণ টিপস তাহলে চলুন শুরু করা যাক । আমরা আজকে আপনাদের সাথে ব্লগিং নিয়ে খুঁটিনাটি বিষয় আলোচনা করার চেষ্টা করবো।

  • ব্লগিং কি ?
  • ব্লগিং শুরু করার জন্য কি কি প্রয়োজন ।
  • ব্লগিংয়ে সফলতা পেতে করণীয় ।
  • ব্লগিংয়ের মাধ্যমে কিভাবে ইনকাম করা যায় ।

ব্লগিং কি :-

বন্ধুরা ব্লগ হলো মূলত একটি কোনো নির্দিষ্ট বিষয় নিয়ে তথ্য । আর তথ্য উপস্থাপন করার পদ্ধতির নাম ই ব্লগিং। ব্লগিং বর্তমান সময়ে একটি অধিক জন্যপ্রিয় বিষয়।‌‌‌এখন ব্লগিংয়ের প্রতি সবাই অধিক আগ্রহ প্রকাশ করে । তবে ব্লগিং শুরু করার জন্য আপনাকে অবশ্যই কিছু বিষয় মনে রাখতে হবে । চলুন এবার জেনে নেওয়া যাক ব্লগিং সম্পর্কে কিছু নতুন তথ্য এবং কি কি প্রয়োজন।

ব্লগিং করার জন্য কি কি প্রয়োজন :

ব্লগিং করার জন্য আপনাকে অবশ্যই কিছু বিষয় আগে থেকেই নির্ধারণ করতে হবে। এবং সেই অনুযায়ী পদক্ষেপ নিতে হবে।‌‌‌‌‌‌‌‌‌‌যেমন:

  • ব্লগিং এর বিষয় এবং নাম নির্ধারণ(select bloggings catagory & name ): ব্লগিং শুরু করার ক্ষেত্রে আপনাকে প্রথমত ব্লগিং করার ক্ষেত্রে একটি বিষয় নির্ধারণ করতে হবে।এটি অবশ্যই এমন হবে যে বিষয়ে আপনি মোটামুটি ধারণা রাখেন এবং আপনি আগ্রহী । আপনি যদি টেকনোলজি নিয়ে খুব বেশি আগ্রহী হন তাহলে আপনাকে এই বিষয়টি নিয়ে শুরু করার জন্য পরামর্শ দেওয়া যেতে পারে । আপনি যদি ভ্রমণ বিষয়ক ব্লগিং করতে চান তাহলে আপনি একটি ভ্রমণ নিয়ে ব্লগিং শুরু করতে পারেন । এরপর আপনাকে ব্লগ করার জন্য একটি নাম নির্ধারণ করতে হবে ।‌
  • ওয়েবসাইট নির্মাণ(website building): বিষয় এবং নাম নির্ধারণ এর পর আপনাকে অবশ্যই ব্লগিং শুরু করার জন্য একটি ওয়েবসাইট নির্মাণ করতে হবে । আপনি চাইলেই সহজেই একটি ওয়ার্ডপ্রেস অথবা ব্লগারের মাধ্যমে এটি নির্মাণ করতে পারবেন । বর্তমান সময়ে দুটি প্লাটফর্ম ই খুব ভালো এরপর আপনাকে ওয়েবসাইট নির্মাণ করার জন্য প্রয়োজন হবে একটি ডোমেইন বা আপনার ওয়েবসাইটের নাম এবং হোস্টিং বা মিডিয়া স্টোরেজ । আপনি চাইলেই যেকোনো একটি ট্রাস্টেট কোম্পানির থেকে এটি নিতে পারবেন। ডোমেইন কেনার পর আপনাকে একজন ডেভলপার দিয়ে এটি নির্মাণ করে নিতে হবে।
  • কন্টেন্ট(content) : ওয়েবসাইট বানানোর পর আপনার যে কাজটি বাকি থাকে সেটি হলো কন্টেন্ট তৈরি । আপনাকে অবশ্যই আপনার ওয়েবসাইটের বিষয় অনুযায়ী কন্টেন্ট বানাতে হবে অথবা আপনি চাইলেই যেকোনো বিষয় নিয়ে লিখতে পারেন । তেমন : ভ্রমণ , টিপস , হেল্থ ইত্যাদি । আপনি ব্লগিং এর কন্টেন্ট যতো ভালো হবে আপনি ততো দ্রুত ইনকাম এবং গুগল থেকে এপরুভাল পাবেন ।
  • ওয়েবসাইট পাবলিশ : ওয়েবসাইট নির্মাণ করার পর আপনাকে এটি গুগলের সাবমিট করতে হবে যেন এটি যে কেউ সার্চ করে খুঁজে পেতে পারে ।

আরো পড়ুন : ফেসবুক থেকে ইনকাম করার সহজ উপায় !-২০২৩

ব্লগিংয়ে সফলতা পেতে করণীয়:-

ব্লগিং করলেন কিন্তু আপনি সফলতা পেলেন না তাহলে বিষয়টি খুবই দুঃখজনক। তাই শুধু ব্লগিং করেই যে আমারা খুশি থাকবো এমনটি নয় আমাদের দরকার সফলতা। আর সফলতা পেতে হলে যেসকল বিষয় মেনে চলা জরুরি।

  • আপনি হয়তো জানেন ই যেকোনো কাজে সফল হবার জন্য দরকার কঠোর পরিশ্রম। আপনাকে ব্লগিংয়ে সফল হবার জন্য দরকার কঠোর পরিশ্রম আপনাকে কঠোর পরিশ্রম করে নতুন নতুন বিষয়ে ব্লগিং করতে হবে কন্টেন্ট তৈরী করতে হবে।এবং সাথে আপনাকে অন্যান্য বিষয়গুলো লক্ষ্য রাখতে হবে।
  • টিম ( Team): আপনি ব্লগিং করতে পারেন একা অথবা ২-৪ জন এর টিম তৈরীর করে । আপনি চাইলেই একা ব্লগিং করে ১০০০০-৫০০০০ টাকা ইনকাম করতে পারবেন । তবে আপনি যদি একটি টিম মেকিং করতে পারেন তাহলে সেক্ষেত্রে আপনার ইনকাম করার সুযোগ আরো বেড়ে যাবে। আপনি টিম করে কাজ করলে বেশি বেশি কন্টেন্ট তৈরীর করতে পারবেন এবং সেখান থেকে আপনি অধিক ইনকাম করতে এবং দ্রুততার সাথে ইনকাম করতে পারবেন ।
  • ওয়েবসাইট (Ranking): এটি অনেকটা আপনার সফলতা পাওয়ার জন্য নির্ভর করে । আপনি যদি আপনার‌ ওয়েবসাইট ranking করাতে পারেন তাহলে আপনি সেখান থেকে অনেক ভিজিটর পাবেন । এবং সহজেই ইনকাম করতে পারবেন।
  • আর্টিকেল লেখা : আপনার সফলতা এর জন্য প্রয়োজন অধিক এবং জনপ্রিয় আর্টিকেল লেখা আপনাকে অবশ্যই এমন আর্টিকেল লিখতে হবে যেটি অনেক বেশি লোকে সার্চ করে ।
  • ইউটিউব : সফলতা পাওয়ার জন্য আপনার একটি ইউটিউব চ্যানেল থাকলে ভালো হয় । কারণ এক ই বিষয়ে আপনি আপনার ইউটিউবে একটি ভিডিও তৈরীর করতে পারেন এবং সেখানে আপনার ওয়েবসাইটে ভিজিটর বাড়াতে পারবেন ।এছাড়াও আপনি চাইলে প্রতিটি আর্টিকেলের জন্য আলাদা আলাদা ভিডিও তৈরী করে আপনার ওয়েবসাইটে আপলোড দেন তাহলেও আপনার ওয়েবসাইটে ভিজিটর থাকবে এবং ওয়েবসাইট ranking এ থাকবে ।
  • প্রমোশন : আপনাকে আপনার ওয়েবসাইটটি প্রমোশন করতে হবে।
  • সর্বোপরি আপনাকে সকল বিষয় খেয়াল রেখে কাজ করতে হবে ।

ব্লগিংয়ের মাধ্যমে কিভাবে ইনকাম করা যায় -:

  • গুগল আ্যাডসেন্স : আপনি খুব সহজেই গুগল আ্যাডসেন্স একাউন্ট থেকে ইনকাম করতে পারবেন। তবে তার জন্য আপনাকে সর্বপ্রথমে আপনাকে আপনার ওয়েবসাইটে গুগল থেকে আপনার সাইটটি আ্যাম্প্রুভাল নিতে হবে । এর জন্য আপনাকে দরকার হবে উপযুক্ত কন্টেন্ট এবং কিওয়ার্ড রিসার্চ করে সেই মতো আর্টিকেল লিখতে হবে।
  • অন্যান নেটওয়ার্ক: আপনি চাইলেই আপনি সহজেই অন্যান নেটওয়ার্ক নিয়েও কাজ করতে পারবেন এবং ইনকাম করতে পারবেন ।

আশা বন্ধুরা আমাদের আজকের ব্লগ পোষ্টটি আপনাদের ভালোই লেগেছে। আমাদের সাথেই থাকুন পরবর্তী ব্লগের জন্য।

তথ্য: স্বাধীন আহমেদ জয়।