হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই। আজ আপনাদের সাথে আছি আলী রিয়াজ । আজ আপনাদের দেখাবো : এসএসসি( ssc)/ এইচএসসি(hsc) বোর্ড চ্যালেন্জ করার নিয়ম। শুরু করার আগে কয়েকটি বিষয়ে ধারণা থাকলে ভালো হয়।
বোর্ড চ্যালেন্জ কি :
- বোর্ড চ্যালেন্জ বলতে বোঝায় খাতা পুনঃ নিরিক্ষণ। অর্থাৎ তুমি তোমার খাতাটি পুনরায় বোর্ড কর্তৃকপক্ষকে দেখার জন্য অনুরোধ করছো। একটি উদাহরণের সাহায্যে বোঝার চেষ্টা করা যাক। মনে করো, প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা হয়তো অনেক সময় তোমার রেজাল্ট নিয়ে খুশি হতে পারো না। তুমার অনেক সময় মনে হয় যে তুমি পরীক্ষা অনেক ভালো দিয়েছো তোমার রেজাল্ট আরো ভালো হবার কথা। মনে করো তুমি ৪.৯০ পেয়েছো, এবং গতিতে ২ মার্কের জন্য এ+ মিস হয়েছে এবং তোমার ৫.০০ হয়নি। এখন তোমার মনে হচ্ছে যে গতিতে আমি ভালো পরীক্ষা দিয়েছি, কিন্তু আমি আশানুরূপ ফলাফল পায়নি। তাহলে তুমি করে ফেলতে পারো বোর্ড চ্যালেন্জ । সেক্ষেত্রে তোমাকে তোমার রেজাল্টের মার্কসিট নিতে হবে আগে। এবং যেবিষয়ে কম পেয়েছ সেটা আগে দেখতে হবে।
আরো পড়ুন: জন্ম নিবন্ধন সনদ সংশোধন করুন মোবাইল দিয়েই।
বোর্ড চ্যালেন্জ করার সুবিধা :
- বোর্ড চ্যালেন্জ করার কিছু সুবিধা আছে। বোর্ড চ্যালেন্জ করলে অনেক সময় রেজাল্ট পরিবর্তন হয়। যেমন : মনো করো তোমার খাতার কোনো একটি দাগ নং হয়তো স্যার দেখতে ভুলে গেছে, অথবা হয়তো নাম্বার যোগ করতে ভুলে গেছে, সেক্ষেত্রে তোমার খাতাটি পুনঃ নিরিক্ষণ করা হবে। যদি তোমার সাথে উপরের ২ টার একটাও হয় তাহলে তোমার রেজাল্ট অবশ্যই চেন্জ হবে।
বোর্ড চ্যালেন্জ করলে কি নম্বর কাটা যেতে পারে ?
- যদি কেউ এমনটি ভেবে থাকো যে, বোর্ড চ্যালেন্জ করলে হয়তো তোমার মার্ক কমে গিয়ে রেজাল্ট পরিবর্তন হতে পারে তাহলে এ ধারণা সম্পূর্ণ ভুল। কারণ বোর্ড চ্যালেন্জ এ শুধু মার্ক পুনঃ নিরিক্ষণ করা হয় কিন্তু প্রাপ্ত মার্ক থেকে কোনো মার্ক কাটা হয় না।এটিতে আপনার খাতাটি পুনরায় দেখা হবে যদি কোথাও মার্ক গণণা অথবা কোনো লেখা না দেখা হয় তাহলে সেটি সংশোধন করে করা হবে ।
বোর্ড চ্যালেন্জ করতে প্রয়োজনীয় জিনিস:
- চাইলে তুমি নিজে অথবা অন্য কম্পিউটারের দোকান থেকে পুনঃ নিরিক্ষণ করার জন্য আবেদন করতে পারো। বোর্ড চ্যালেন্জ করার ক্ষেত্রে, তোমার কয়েকটি জিনিস লাগবে
- ১. টেলিটক সিম।
- ২. এসএসসি / এইচএসসি পরীক্ষার রোল নম্বর ও রেজিস্ট্রেশন নম্বর।
- নির্দিষ্ট পরিমাণ টাকা বোর্ড কর্তৃক নির্ধারিত।
এসএসসি( ssc)/ এইচএসসি(hsc) বোর্ড চ্যালেন্জ করার নিয়ম:
- ১. প্রথমে আপনার এসএমএস অপশনে চলে যাবেন। এরপর আপনাকে ১৬২২২ এসএমএস করার মাধ্যমে আপনাকে আবেদনের প্রথম ধাপ সম্পন্ন করতে হবে।
- ২. < RSC > <Board> <Roll> <Subject code> লিখে সেন্ড করুন।
- মনে করি, আমি ঢাকা বোর্ডের অধিনে পরীক্ষা দিয়েছি। তাহলে আমাকে এভাবে এস এম এস টি লিখতে , SSC DHA 178678 106 , 107,108. এখানে 107,108 হলো সাবজেক্ট কোড। একাধিক সাবজেক্ট যদি বোর্ড চ্যালেন্জ করতে চাই তাহলে , কমা(,) ব্যবহার করতে হবে আমাকে সাবজেক্ট কোডের ভিতর।
- ৩. এবার আমাকে ১৬২২২ থেকে একটি ফিরতি এসএমএস এর মাধ্যমে একটি পিন নম্বর দেওয়া হবে যেটা আমাকে ১৬২২২ এ সেন্ট করতে হবে। সেন্ট করার নিয়ম:
- RSC yes 123445 016xxxxxxxx । এখানে 123445 দ্বারা পিন কোড বোঝানো হয়েছে। পিন দেওয়ার পর আমাকে আমার ব্যক্তিগত একটি মোবাইল নম্বর দিতে হবে যেখানে তারা আমাকে এস এম এস এর মাধ্যমে আমার রেজাল্ট পাঠাবে।

যশোর বোর্ডে যেভাবে আবেদন করবেন :
- আপনি যদি যশোর বোর্ডের অধিনে পরীক্ষা দিয়ে থাকেন। তাহলে আপনে উক্ত বোর্ডের আন্ডারে আবেদন করতে হবে। আবেদন করার নিয়ম :
- ১. মেসেজ অপশনে গিয়ে আগের মতো লিখতে হবে। তবে এ ক্ষেত্রে আপনাকে বোর্ডের প্রথম তিন অক্ষর অর্থাৎ JES দিতে হবে। বাকি সব একই নিয়মে করতে হবে।
- RSC JES 109675 108,106,117 এভাবে আবেদন করতে পারবেন। ।
- আপনি যদি অন্যান্য বোর্ডের অধীনে হয় তাহলেও আপনাকে এক ই নিয়ম অনুসারণ করে খাতা চ্যালেন্জ করতে হবে ।
- চ্যালেন্জ করার ক্ষেত্রে আপনি এক বা একাধিক বিষয় চ্যালেন্জ করতে পারবেন তবে আপনাকে নির্ধারিত ফি প্রদান করতে হবে আলাদা আলাদা বিষয়ের জন্য।
আশা করি আমাদের আজকের টপিক টি আপনাদের ভালো লাগেছে। আমাদের সাথেই থাকুন। খুব শীঘ্রই আপনাদের মাঝে হাজির হবো নতুন কোনো টপিক নিয়ে, ততোক্ষণ আমাদের সাথেই থাকুন। সবাইকে আবারো ধন্যবাদ।