জেনে নিন মোবাইল ফোনের কয়েকটি প্রয়োজনীয় আ্যাপের নাম

হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই ? আশা করি সবাই ভালোই আছেন । সবাইকে স্বাগতম আমাদের নতুন ব্লগ পোষ্টে।‌‌‌আমি আশরাফুল আলম হৃদয় emlearningpoint24.com এর পক্ষ‌ থেকে আপনাদের সাথে আছি। বন্ধুরা দৈনন্দিন জীবনে আমাদের অনেক প্রয়োজনীয় সফটওয়্যার এবং আ্যাপ ব্যবহার করতে হয়। এই সকল আ্যাপের কাজের ধরণ ও ভিন্ন হয়ে থাকে। কোনটি ব্যবহার হয় তথ্য বিষয়ক আবার কোনটি ব্যবহৃত হয় অন্য কাজে। আজ আমরা আপনাদের জানাবো মোবাইল ফোনের অতি প্রয়োজনীয় একটি আ্যাপ ” Google find my device” সম্পর্কে। চলুন আজকের ব্লগ সম্পর্কে কিছু প্রয়োজনীয় প্রশ্ন এবং উত্তর সম্পর্কে জেনে নেওয়া যাক।

  • Google find my device কি ?
  • Google Find my device এটি কিভাবে ব্যবহার করতে হয় ।
  • এটির উপকারিতা
  • এবং ব্লগ সম্পর্কিত আরো অন্যান্য তথ্য

তাহলে চলুন শুরু করা যাক আমাদের আজকের ব্লগ ” মোবাইল ফোনে অতি প্রয়োজনীয় আ্যাপ এবং এর ব্যবহার সম্পর্কে” ।

Google find my device কি :

এটি হলো গুগলের তৈরী এমন একটি আ্যাপ যার মাধ্যমে যেকোনো মোবাইলের লোকেশন জানা সম্ভব। বলতে পারেন এটি গুগলের তৈরী একটি অনন্য আ্যাপ। যা সহজ করছে অনেক কিছুকে । এটি বিশেষত ব্যবহার হয়ে থাকে কোনো হারিয়ে যাওয়া মোবাইল খুঁজে বের করার ক্ষেত্রে।

এটি কিভাবে ব্যবহার করতে হয় :

এটির ব্যবহার খুবই চমকপ্রদ। এটি ব্যবহার করার জন্য আপনাকে প্রথমে গুগলে প্লে স্টোর থেকে ডাউনলোড করতে হবে এই আ্যাপটি। এটি ইন্সটল করার পর আপনাকে যেকোনো একটি জিমেইল সিলেক্ট করতে হবে এবং সেই জিমেইল টি পাসওয়ার্ড দিয়ে লগইন করতে হবে। লগইন করার পর আপনি দেখতে পারবেন আপনার জিমেইলটি কোন কোন মোবাইলে আছে। মনে করেন আপনার দুইটি ফোন যার একটি symphony এবং অন্যটি Realme এখন আপনি আপনার প্রথম ফোন অর্থাৎ symphony মোবাইলটির লোকেশন বের করতে চাচ্ছেন এবং সেটি খুঁজে পেতে চাচ্ছেন । তো আপনি আপনার সেই মোবাইলটির উপর ক্লিক করলে আপনি আপনার মোবাইল ফোনের লোকেশন দেখতে পারবেন যে সেটি কোন লোকেশন এ আছে এবং কিভাবে আপনি রেটিং খুঁজে পাবেন । এটি মূলত গুগল ম্যাপের মতো কাজ করবে । এছাড়াও আপনি আরো তিনটি অপশন দেখতে পারবেন ।

  • ১। প্লে সাউন্ড
  • ২। সিকিউর ডিভাইস
  • ৩। ইরেজ ডিভাইস

এখন চলুন এই গুলো নিয়ে বিস্তারিত আলোচনা করা যাক। কোনটার কোন উপকারিতা এবং ব্যবহার ।

আরো পড়ুন : সিসিটিভি ক্যামেরা সেট আপ পদ্ধতি

প্লে সাউন্ড -:

এটি হলো অপশন তিনটির প্রথমটি । এটি মূলত সাউন্ড করে তাই এর নাম প্লে সাউন্ড । এটির সুবিধা হলো আপনার মোবাইল যদি চুরি হয়ে থাকে তাহলে আপনি সহজেই এটি খুঁজে পেতে পারেন উপরের লোকেশন এর মাধ্যমে আপনার ফোনের কাছে গিয়ে যখন প্লে সাউন্ড এ ক্লিক করবেন তখন আপনি সহজেই আপনার মোফাইলটি খুঁজে পেতে পারবেন কারণ আপনার মোবাইলটি সর্বোচ্চ সাউন্ডে বেজে উঠবে এবং এটি ৫ মিনিটের মতো বাজতে থাকবে এটাকে সাইলেন্ট করা থাকলেও বাজতে থাকবে। এই পদ্ধতি সবচেয়ে কার্যকর হবে যদি আপনার মোবাইলটি বাস, লঞ্চ থেকে হারিয়ে যায় তাহলে সহজেই আপনি তা খুঁজতে পারবেন। আপনার মোবাইল টি খুজে পাওয়ার পর আপনি স্টপ সাউন্ডে ক্লিক করলে আপনি মোবাইল খুঁজে পাবেন ।

এখন আসুন ২য় অপশনটি নিয়ে আলোচনা করি সেটি হলো “সিকিউর ডিভাইস ”

এটি হলো Google find my device এর এমন একটি অপশন‌ যার মাধ্যমে আপনি আপনার মোবাইলের সকল কিছু প্রাইভেট করে দিতে পারবেন। আমাদের অনেকের মোবাইলে অনেক সময় অনেক প্রয়োজনীয় ডকুমেন্টস যেমন: ছবি, পিডিএফ ফাইল ইত্যাদি জমা রাখি যা একান্ত ব্যক্তিগত ও প্রয়োজনীয়। অন্যের হাতে পড়লে হয়তো সেটি আমাদের জন্য অনেক সময় ভয়াবহ পরিস্থিতি নিয়ে আসতে পারে। তাই এই সমস্যার পরিত্রাণের জন্য ই এই অপশনটি দেওয়া আছে। এই অপশন এর মাধ্যমে আপনি চাইলেই আপনার সমস্ত ফাইল এবং ছবি প্রাইভেট করে দিতে পারবেন । তবে এ ক্ষেত্রে আপনার মোবাইলটি অবশ্যই ইন্টারনেটে সংযুক্ত থাকতে হবে । তবে চিন্তার কারণ নাই আপনার মোবাইল যখন ই ইন্টারনেটে সংযুক্ত হবে তখন ই প্রক্রিয়াটি কাজ করতে শুরু করবে। এছাড়াও আরেকটি সুবিধা এখানে আপনি পাবেন সেটি হলো মেসেজ করার আপনি সর্বোচ্চ ১০০ শব্দের একটি মেসেজ এখানে দিতে পারবেন । আপনার জন্ম একটি সুবিধা হলো মোবাইলটি যদি কোনো সৎ ব্যক্তির কাছে আসে তাহলে সে আপনার সাথে যোগাযোগ করে আপনার মোবাইলটি অবশ্যই ফিরিয়ে দিবে।

এখন আমরা আলোচনা করবো সর্বশেষ অপশন” ইরেজ ডিভাইস ” তাহলে চলুন শুরু করা যাক শেষ অপশনটির আলোচনা।

ইরেজ ডিভাইস:-

ইরেজ অর্থাৎ মুছে ফেলা । এটিকে আপনি শেষ সম্বল বলতে পারেন আপনি অনেক চেষ্টা করার পর ও যদি আপনার মোবাইলটি উদ্ধার করতে ব্যর্থ হন এবং মোবাইলে যদি এবং তথ্য থাকে যা অন্যের হাতে পড়লে সমস্যা হতে পারে তাহলে আপনার কাছে শেষ যে অপশনটি থাকে সেটি হলো ইরেজ ডিভাইস । অর্থাৎ আপনি চাইলেই আপনার সকল তথ্য মুছে ফেলতে পারবেন আপনার মোবাইল থেকে যেন কেউ আপনার ক্ষতি করতে না পারে।

তবে Google find my device এর সুবিধাগুলো পেতে হলে আপনাকে অবশ্যই নিচের বিষয়গুলোর প্রতি খেয়াল রাখতে হবে।

  • আপনার মোবাইল গুগল একাউন্টটি লগইন অবশ্যই থাকতে হবে এবং আপনার মোবাইলটি খোলা থাকতে হবে।
  • মোবাইলের লোকেশন অপশন অন থাকতে হবে।
  • আপনার মোবাইলটি অবশ্যই ইন্টারনেটে সংযুক্ত থাকতে হবে।

তবে লোকেশন সব সময় যদিও চালু না থাকে তাহলেও আপনি আপনার মোবাইলটি ইরেজ / সিকিউর করতে পারবেন। আশা করি বন্ধুরা আমাদের আজকের পোষ্টটি আপনাদের ভালোই লেগেছে আমাদের সাথেই থাকুন।

তথ্য: সংগৃহীত এবং আশরাফুল আলম হৃদয়