Nid কার্ডের ভুল তথ্য সংশোধন করুন বাড়িতে বসেই

হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই। আশা করি সবাই ভাল আছেন। ইম লার্নিং পয়েন্ট এর পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আপনারা হয়তো অনেক সময় দেখে থাকেন আপনার জাতীয় পরিচয় পত্রের নামের বানান অথবা বাবা-মায়ের নামের বানান ভুল এসেছে। তখন আপনারা অনেক চিন্তিত হয়ে যান‌ যে কিভাবে সংশোধন করবো তো আজ আপনাদের সেই বিষয়ে বলার জন্য আমাদের আজকের এই আয়োজন। আজ আমরা আপনাদের দেখাবো কিভাবে আপনি আপনার তথ্য সংশোধন করবেন বাড়িতে বসেই কোনো ঝামেলা ছাড়াই। তাহলে চলুন শুরু করা যাক। তো শুরু আগে চলুন একটু জেনে আসি কয়েকটা বিষয়ে।

জাতীয় পরিচয় পত্র কি ? 

জাতীয় পরিচয় পত্র হলো একটি মানুষের নাগরিকত্ব । সহজভাবে বলতে গেলে আপনি যে বাংলাদেশের নাগরিক এটা বোঝার সহজ উপায়।

কিভাবে সংশোধন করবো ?

জাতীয় পরিচয় পত্রের নামের সংশোধন করার জন্য আপনাকে কয়েটটি ধাপে কাজ করতে হবে।এবং সেসব জিনিস লাগবে ।

  • ১. Nid wallet Android app . এটা আপনি আপনার গুগল প্লে স্টোরে পেয়ে যাবেন সার্চ করলেই।
  • ২. একটি সচল বিকাশ একাউন্ট।

                                      যেভাবে কাজ করবেন:

  • ধাপ:১ প্রথমে আপনি আপনার Chrome Browser এ যাবেন । তারপর সার্চ করবেন Nid card লিখে । খুলে না পেলে এই লিংকে ক্লিক করুন https://services.nidw.gov.bd/nid-pub/
  • ২. ওয়েবসাইটে যাওয়ার পর আ্যাকাউন্ট নেই এ ক্লিক করুন। এখানে আপনি প্রথমে আপনার জাতীয় পরিচয়পত্রের নম্বরটি দিবেন। তারপর নিজের জন্ম তারিখটি দিবেন। এবং একটি সিকিউরিটি কোড দেওয়া থাকবে সেটা দিয়ে আপনি সামিটে ক্লিক করুন ।

আরো পড়ুন:জন্ম নিবন্ধন সনদ সংশোধন করুন মোবাইল দিয়েই।

  • ৩.এবার আপনাকে নতুন একটি পেইজে নিয়ে যাবে যেখানে আপনাকে আপনার বর্তমান ঠিকানা এবং স্থায়ী ঠিকানা দিতে বলবে সেটা দিয়ে দিবেন ।
  • ৪. এরপর পরবর্তী বাটনে ক্লিক করলে আপনাকে আপনার মোবাইল এ একটি কোড দিবে সেটি ফাঁকা ঘরে দিয়ে আপনি সাবমিট বাটনে ক্লিক করুন। এবার আপনার সামনে এমন একটি পেইজ আসবে।
  • ৫. ট্যাপ টু ওপেন এন‌ আইডি এ ক্লিক করুন।এবার আপনাকে আপনার ফেস ভেরিফিকেশন করতে বলবে । এবার আপনি আপনার ফোনের ক্যামেরা দিয়ে আপনার ছবি তুলে ভেরি ফিকেশন করুন ।
  • ৬. আপনাকে পাসওয়ার্ড সেট করতে বলবে । আপনাকে এবার আপনার পছন্দ মতো পাসওয়ার্ড সেট করতে হবে এবং মনে রাখবেন পাসওয়ার্ড যেন স্টরং হয় এবং কাউকে এটা জানাবেন না।
  • ৭. আপনি এবার দেখতে পারবেন আপনার প্রোফাইল পরিবর্তন/ দেখুন এই অপশনে ক্লিক করুন । এবার ছবিটি করুন এই অপশনে ক্লিক করে আপনার প্রয়োজনীয় তথ্য এডিট করে তারপর পরবর্তী এ ক্লিক করুন।
  • ৮. এবার আপনার মোবাইলে বিকাশ একাউন্ট এ লগইন করুন । পে – বিল অপশনে ক্লিক করূন এবং সামনের দিকে এগিয়ে যান। এবার আপনার আবেদনের ধরন এ ক্লিক করে সেটা নির্বিচন করুন এবং সে- বিল করতে এগিয়ে যান এ ক্লিক করুন।
  • ৯. এখানে আপনার ধরন অনুযায়ী আপনার এমাউন্ট দেখাবে মেটা আপনার বিকাশ একাউন্ট থেকে কেটে নেওয়া হবে। পে-বিল এ ক্লিক করে ট্যাপ করে আপনার টাকা পরিশোধ করুন।
  • ১০. এবার আপনাকে ১০৫ এ কল করে তাদের থেকে আপনার আবেদনের ধরন অনুযায়ী কি কি কাগজ লাগবে এগুলো জেনে নিন এবং সুন্দর করে ছবি তুলে এগুলো যোগ করে দিন।
  • ১১. আপনি যেটা আপলোড করতে চান সেটা আপলোড করে দিন । এবং পরবর্তী এ ক্লিক করুন।
  • ১২. এবার ভালোভাবে দেখে নিন আপনি যেটা পরিবর্তন করতে চেয়েছেন সেটা সঠিকভাবে হলো কিনা। এবার আপনি সামিটে ক্লিক করলে দেখতে পারবেন। আপনাকে দেখাবে আপনার অনুরোধটি পেন্ডিংয়ে রয়েছে এখানে আপনাকে অপেক্ষা করতে হবে তাদের যাচাই বাছাইয়ের জন্য।
  • ১৩ . ডানপাশে ক্লিক করে ডাউনলোডে ক্লিক করুন এবং আবেদনের জন্য করা কপিটি সংগ্রহ করুন।

আশা করি আপনার বুঝতে পেরেছেন।এরপর আপনাকে একটি অনলাইন কপি দেওয়া হবে আপনি অবশ্যই সেটি মিলিয়ে দেখে নিবেন এবং কনফর্ম করবেন । ভবিষ্যত প্রয়োজনের জন্য অনলাইন কপিটি সংগ্রহ করুন। এর পরবর্তী কাজ হলো আপনাকে উপজেলা নির্বাচন কমিশন অফিসে নিয়মিত যোগাযোগ রাখতে হবে আপনার কাজটি দ্রুততার সাথে সম্পন্ন করার জন্য । এবং আপনার কাজটি হয়ে গেলে সত্যায়িত করে নিতে হবে।

আশা করি বন্ধুরা আমাদের আজকের ব্লগ পোষ্টটি আপনার অনেক সাহায্য করবে । আমাদের সাথেই থাকুন পরবর্তী ব্লগের জন্য। সবাইকে আবারো ধন্যবাদ জানিয়ে শেষ করছি।