হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই ? আশা করি সবাই ভাল আছেন ? প্রতিবারের ন্যায় এবারো আপনাদের মাঝে আমরা হাজির হয়েছি নতুন একটি টপিক ” Chat GTP” এবং এর ব্যবহার নিয়ে । আজকে আমরা আপনাদের মাঝে চেষ্টা করবো এই সম্পর্কে নতুন নতুন তথ্য তুলে ধরার । তাহলে চলুন শুরু করা যাক আমাদের আজকের ব্লগ পোষ্ট সম্পর্কে। প্রতিদিনের ন্যায় আমি আবির আছি আপনাদের সাথে। সবাইকে emlearningpoint24.com এর পক্ষ থেকে স্বাগতম জানিয়ে শুরু করছি …
Chat GTP কি :
বর্তমান সময়ে বহুল আলোচিত একটি টপিক হলো Chat GTP প্রায় প্রতি মানুষের কাছেই বেশ জনপ্রিয়তা লাভ করেছে এই শব্দটি । এটি মূলত একটি কৃত্রিম বুদ্ধিমত্তা সম্পন্ন ছাই(AI) যা বর্তমান সময়ে উপযোগী একটি ব্যবস্থা এটি আপনাকে আপনার প্রয়োজনীয় সকল বিষয় সম্পর্কে তথ্য দিয়ে সহায়তা করবে । এটিকে আপনি একটি চ্যাট রোবট হিসেবেও সঙ্গায়িত করতে পারেন , একদল গবেষক এই অসাধারণ রোবটিক সিস্টেম তৈরীর করার জন্য অক্লান্ত পরিশ্রম করে গেছেন । এই চ্যাট জিটিপি(Chat GTP) কে রোবটিক বোট বলার কারণ আপনি এখানে প্রশ্ন করলে উত্তর পাবেন । এটিতে দেওয়া হয়েছে এমন সব ফিচার যেটা আপনি ব্যবহার করলেই বুঝতে পারবেন । এটি ২০২২ সালের নভেম্বর ৩০ এ চালু হয় এবং ব্যাপক জনপ্রিয়তা লাভ করে । এটির কাছে আপনি টেক্সট আকারে যেকোনো প্রশ্ন ই করুন না কেন এটি আপনাকে যথা সময়ে উত্তর দিবে ।এটিকে যদি আমরা একটি সার্চ ইঞ্জিন হিসেবে বিবেচনা করি সেটাও খুব একটা ভুল হবে না । এখন চলুন এটি সম্পর্কে আরো বিস্তারিত জেনে নেওয়া যাক ।
। Chat GTP কিভাবে ব্যবহার করবো :
আমরা এতোক্ষণ তো এর সম্পর্কে মোটামুটি একটা ধারণা পেয়েছি এখন আমাদের কাছে নিশ্চয় প্রশ্ন জাগতে পারে যে কিভাবে এটি ব্যবহার করবো । এখন আমরা এই বিষয়টি নিয়েই আলোচনা করবো । আপনাকে এটি ব্যবহার করার জন্য অবশ্যই একটি একাউন্ট ক্রিয়েট করতে হবে তাদের অফিসিয়াল ওয়েবসাইটে। বর্তমানে তারা এই সুযোগটি দিচ্ছে সম্পূর্ণ বিনামূল্যে এবং এটা আন্তর্জাতিকভাবে ইংরেজি ভাষায় স্বীকৃত। ভবিষ্যতে এটি যেকোনো ভাষায় ব্যবহার করা যেতে পারে নিজেদের সুবিধা মতো । একাউন্ট খোলার জন্য আপনাকে প্রথমে তাদের অফিসিয়াল ওয়েবসাইট https://chat.openai.com/auth/login এ গিয়ে আপনাকে সাইন আপ অপশনটিতে ক্লিক করতে হবে । সাইন আপ অপশনে ক্লিক করলে আপনি অনেকগুলো অপশন দেখতে পারবেন আপনি চাইলে জিমেইল একাউন্ট দিয়ে ,একাউন্ট করতে পারবেন এর জন্য আপনাকে Continue with Google এ ক্লিক করে আপনার ব্রাউজারে থাকা জিমেইল এর যেকোনো একটি একাউন্ট সিলেক্ট করতে হবে এবং কনটিনিউ করতে হবে । এরপর আপনাকে আপনার কিছু প্রয়োজনীয় তথ্য যেমন: জন্মতারিখ,নাম দিয়ে আপনার একাউন্ট খোলা সম্পন্ন করতে হবে সাথে আপনাকে মোবাইল নম্বরটি ভেরিফিকেশন করে নিতে হবে । এরপর ই আপনি চ্যাট জিটিপি ব্যবহার করতে পারবেন । আরো পড়ুন: আর্টিকেল লেখার ৫টি টিপস
। Chat GTP এর ব্যবহার ও সুবিধা:
আপনাদের এতোক্ষণ প্রাথমিক ধারণা দেওয়া হয়েছে Chat GTP সম্পর্কে এখন আপনাদের জানাবো এটির সুবিধা সম্পর্কে। এটি যেহেতু কৃত্তিম বুদ্ধিমত্তা সম্পন্ন সেজন্য বুঝতেই পারছেন এটি আপনাকে যেকোনো ধরনের প্রশ্নের জবাব দিতে প্রস্তুত। আপনি এখানে কিছু জিজ্ঞাসা করলেই আপনি তার ধারাবাহিক উত্তর পেয়ে যাবেন এবং বিস্তারিতভাবে আপনি যেকোনো সমস্যার সমাধান পেয়ে যাবেন । যেমন: আপনি যদি এখানে প্রশ্ন করেন কিভাবে একটি ওয়েবসাইট বানানতে হয় তাহলে আপনি দেখতে পাবেন সুন্দর একটি কন্টেন্ট আপনার জন্ম সে তৈরী করে দিচ্ছে এবং আপনি সহজেই সেটি ব্যবহার করতে পারছেন ।
। Chat GTP কি মানুষের জায়গা দখল করতে পারবে :
আসলে এটি খুব কনফিউজিং একটি প্রশ্ন। চ্যাট জিটিপি(Chat GTP) নিঃসন্দেহে একটি ভালো কৃত্রিম বুদ্ধিমত্তা এটি আমাদের অনেক জটিল সমস্যার সমাধান দিয়ে দিচ্ছে এবং ভবিষ্যতেও আরো এমন অনেক কৃত্রিম বুদ্ধিমত্তা আসবে যারা হয়তো আমাদের কাজকে আরো সহজ করে দিবে তবে এমন কিছু কাজ থাকবে যেগুলো করার জন্য আপনাকে অবশ্যই মানুষের সাহায্য নিতে হবে কারণ কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে সেগুলো করা সম্ভব না ।
। Chat GTP ও কর্মক্ষেত্র:
Chat GTP কৃত্রিম বুদ্ধিমত্তা সম্পন্ন হলেও এটি কর্মক্ষেত্রে প্রভাব রাখবে বলে ধারণা করছেন বিশেষজ্ঞরা তাদের ধারণা এটি কর্মক্ষেত্রে মুভিটা রাখবে এবং অর্থনীতিতে ভুমিকা রাখবে । তবে একটি চিন্তার বিষয় এটি ব্যবহার করে অনেকে হয়তো অনেক খারাপ উদ্দেশ্য সম্পন্ন করবে তাই এটি ব্যবহারে সতর্কতা অবলম্বন করতে হবে ।
Chat GTP এর অন্যান্য সুবিধা:
- কোডিং : এখন এই সময়ে চ্যাট জিটিপি (Chat GTP) ব্যবহার করে চাইলে যেকেউ কোচিং শিখতে পারবে এবং সহজেই সেখান থেকে ওয়েবসাইট এবং আ্যাপ বানিয়ে ইনকাম করতে পারবেন ।
- ভিডিও কন্টেন্ট মেকিং: আপনি যদি একজন ইউটিউবার হন তাহলে আপনি সহজেই এই সেবাটি ব্যবহার করে কন্টেন্ট তৈরি করে ইউটিউব থেকে ইনকাম করতে পারবেন ।
- বিভিন্ন টুলস : এটির মাধ্যমে আপনি বিভিন্ন ধরনের টুলস নিয়ে আইডিয়া পেতে পারবেন যার মাধ্যমে আপনি আপনার স্কিল ডেভলপমেন্ট করতে পারবেন ।
আশা করি আমাদের আজকের ব্লগ পোষ্টটি আপনাদের ভালোই লেগেছে আমাদের সাথেই থাকুন পরবর্তী ব্লগের জন্য।সবাইকে অসংখ্য ধন্যবাদ।