To অনলাইনে ট্রেনের টিকিট কাটবেন যেভাবে । – EM Learning Point 24

অনলাইনে ট্রেনের টিকিট কাটবেন যেভাবে ।

হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই। আশা করি সবাই ভাল আছেন। আজ আপনাদের মাঝে উপস্থিত হয়েছি সম্পূর্ণ নতুন একটি টপিক নিয়ে। আমাদের আজকের টপিক : অনলাইনে ট্রেনের টিকিট কাটবেন যেভাবে । তো বন্ধুরা চলুন শুরু করা যাক আমাদের আজকের টপিক অনলাইনে ট্রেনের টিকিট কাটার নিয়ম।

বর্তমানে আমাদের আমাদের নিত্য প্রযোজনে আমাদের প্রায় ই আমাদের দেশের এক প্রান্ত থেকে অপর প্রান্তে যেতে হয়। আর আমরা যাতায়াতের ক্ষেত্রে নানা রকম যানবাহন ব্যবহার করি , যেমন: বাস,প্রাইভেট কার, মোটরসাইকেল  ইত্যাদি। এগুলো ছাড়াও আরেকটি যাতাযাত ব্যবস্থা আছে যার নাম না বললেই নয় । সেটি হলো ট্রেন।

ট্রেন চলাচলের ক্ষেত্রে আমাদের একটি বিষয়ের দরকার হয় সেটি হলো টিকিট; ।

যেভাবে ট্রেনের টিকিট কাটবেন :

একটা সময় ছিল যখন রেল যোগাযোগ ব্যবস্থা আজকের মতো এতটা উন্নত ছিল না। তখন মানুষকে ভ্রমণ অথবা অন্য কোথাও যাওয়ার জন্য আগে থেকে ট্রেনের টিকিট কাটতে হতো কাউন্টারে গিয়ে। এটা ছিল মানুষের জন্য অত্যন্ত কষ্টকর। কিন্তু বর্তমানে রেল যোগাযোগ কর্তৃপক্ষ এই টিকিট কাটার ব্যাপারটিকে অত্যন্ত সহজ ও যুগোপযোগী করে দিয়েছে।এখন যে কেউ চাইলে বাড়িতে বসেই যেকোনো জায়গায় যাওয়ার জন্য টিকিট কাটতে পারবে। সে সর্বোচ্চ ৫ দিন আগে টিকিট কাটতে পারবেন। একটি উদাহরনের সাহায্যে বোঝা যেতে পারে। মনে করেন, আপনি ১৩ তারিখে রাজশাহী যেতে চান । সেক্ষেত্রে আপনি আজ ৭ তারিখে ১৩ তারিখে যাবেন সেটার টিকিট কেটে রাখতে পারবেন। এখন চলুন দেখে নেওয়া যাক কিভাবে ট্রেনের টিকিট কাটবেন।

 

ট্রেনের টিকিট কাটার জন্য প্রয়োজনীয় জিনিসপত্র:

ট্রেনের টিকিট কাটার জন্য আপনার কিছু প্রয়োজনীয় জিনিস দরকার হবে। যেমন:

১. রেলসেবা সার্ভারে একটা একাউন্ট।

২. একটি মোবাইল ফোন।

৩. পেইমেন্ট মাধ্যম। ( রকেট, বিকাশ,নগদ,ব্যাংক একাউন্ট,ভিসা/মাস্টার/ডেবিট কার্ড)

টিকিট কাটার প্রথম ধাপ:

টিকিট কাটার জন্য বাংলাদেশ রেলওয়ে কর্তৃপক্ষ একটি সফটওয়্যার দিয়েছে এটা আপনাকে আপনার ফোনে ইন্সটল করতে হবে। আ্যপটির নাম : ( Rail Sheba). আপনাদের সুবিধার্থে আ্যপটির লিংক শেষে দিয়ে দেওয়া হবে ।  টিকিট  কাটার জন্য আপনাকে একটি একাউন্ট করতে হবে । কিভাবে একাউন্ট করবেন এ বিষয়ে একটি পোস্ট আমাদের ওয়েবসাইটে প্রকাশিত আছে , আপনি চাইলে এটি দেখে আসতে পারেন। একাউন্ট করার পর আপনাকে আপনার একাউন্ট করার পর আপনাকে আপনার একাউন্টটি ভেরিফিকেশন করে নিতে হবে জন্ম নিবন্ধন/ জাতীয় পরিচয়পত্রের নম্বরের সাহায্যে। একাউন্ট করার পর আপনার একাউন্টে লগইন করবেন।

অথবা আপনি চাইলে আ্যপ ছাড়াই টিকিট‌ কাটতে পারবেন আপনার ফোনের ব্রাউজার থেকে । ব্রাউজারে সার্চ করবেন রেইল সেবা( Rail Sheba ) । আপনার সুবিধার্থে এটার লিংক নিচে দেওয়া হবে।

 

টিকিট কাটার দ্বিতীয় ধাপ:

এবার আপনি আ্যাপে লগ ইন করলে  দেখতে পারবেন ( purchase) এখানে ক্লিক করে ।

আপনাকে আপনার টিকিট কাটার শুরূ করতে হবে। এখানে দেখতে পারবেন …

From Station : এখানে আপনি কোন স্টেশন‌ থেকে ট্রেনে উঠতে চান সেটা দিবেন।

To Station : এখানে আপনি আপনার গন্তব্যের স্থান দিবেন।

Journey Date : এখানে আপনি আপনার ভ্রমণের তারিখ দিবেন।

একটি উদাহরনের সাহায্যে বোঝা যাক: মনে করি , আমি যশোর থেকে ১৩ তারিখ সকালে রাজশাহী যেতে চাই। তাহলে আমাকে From এখানে দিতে হবে যশোর । To এখানে দিবেন রাজশাহী এবং Journey Date এখানে দিবেন : ১৩/২/২১ এই তারিখ।‌‌

এরপর আপনি আপনার ট্রেনের লিস্ট দেখতে পারবেন। এখানে থেকে আপনি কোন সময়ে যেতে চান সেটা সিলেক্ট করে দিবেন।

Class: আপনি কোন ধরনের ট্রেনে যেতে চান ।‌‌‌‌‌‌‌‌‌‌‌‌সেটা‌ দেখতে পারবেন এখানে ক্লিক করলে।

Person : এখানে ক্লিক করে আপনাকে সিলেক্ট করতে হবে যে আপনারা কয়জন যেতে চাচ্ছেন।

Select seat এ ক্লিক করে আপনি যেকোনো একটি কোচ সিলেক্ট করে একটি টিকিট সিলেক্ট করে কনটিনিউ এ ক্লিক করে ।‌‌‌‌‌  I agree এ ক্লিক করে পেইমেন্ট অপশনে গিয়ে আপনার পেমেন্ট ম্যাথওড  সিলেক্ট করুন।

মনে করি, আপনি বিকাশে পেইমন্ট করতে চাই তাহলে এখানে আমার বিকাশ নম্বরটি দিতে হবে । তারপর আপনার বিকাশ একাউন্টের নম্বরটি দিবেন

এবং দেখবেন একটি কোড এসেছে কোডটি দিয়ে আপনার পিন সাবমিট করলেই নির্দিষ্ট পরিমান অর্থ কেটে নিয়ে আপনাকে আপনার টিকিট টি আপনার মেইলে পাঠিয়ে দেওয়া হবে ১৫ মিনিটের মাঝে । আপনি পিডিএফ ফাইলটি ডাউনলোড করে আপনার ভ্রমণের দিন ট্রেনে করে আপনার ভ্রমণ সম্পন্ন করতে পারবেন।

ব্রাউজারের রেলসেবার লিংক:👉 https://www.esheba.cnsbd.com/#/

আ্যাপ লিংক: 👉https://play.google.com/store/apps/details?id=com.cnsbd.railsheba

সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। আশা করি আমাদের আজকের টপিক টি আপনাদের ভালো লেগেছে। এমন গুরুত্বপূর্ণ টপিক পেতে আমাদের সাথেই থাকুন।