হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই।আশা করা সবাই ভালোই আছেন । সবাইকে emlearningpoint24.com এর পক্ষ থেকে স্বাগতম। আমি মেহেদী হাসান শুভ আছি আপনাদের সাথে। আজ আপনাদের সাথে শেয়ার করবো খুবই গুরুত্বপূর্ণ একটি টপিক যেটি নিয়ে গত কয়েকদিন বলেছেন ভাইয়া এই বিষয়ে একটি ব্লগ পোষ্ট চাই। তো বন্ধুরা আপনাদের জন্য নিয়ে আসলাম আমাদের আজকের টপিক ” মোবাইল থেকে ভাইরাস দূর করার উপায় ” । তাহলে চলুন শুরু করা যাক আমাদের আজকের ব্লগ পোষ্টটি। আমাদের আজকের ব্লগ পোষ্টে আপনাদের সাথে আলোচনা করা হবে ভাইরাস দূর করার উপায় এবং এগুলো থেকে বাঁচার উপায়। আমাদের আজকের আলোচিত টপিকগুলো হলো
- ভাইরাস কি ?
- ভাইরাসের সমস্যা এবং দূর করার উপায় ।
- ভাইরাস দূর করতে ব্যবহৃত সফটওয়্যার।
ভাইরাস কি :
ভাইরাস হলো একধরনের প্রোগ্রাম তবে জেনে রাখা ভালো এটি হলো একধরনের ক্ষতিকর প্রোগ্রাম যা আপনার অন্যান্য প্রোগ্রামকে ক্ষতিগ্রস্ত করতে পারে। এটির কারণে আপনার প্রয়োজনীয় ফাইল নষ্ট হয়ে যেতে পারে অথবা আপনার ফাইলে এটি ছড়িয়ে পড়লে করতে পারে নানা রকম অজানা তথ্য সংযোজন এবং ক্ষতির কারণ ।
ভাইরাস সমস্যা এবং দূর করার উপায়
ভাইরাস এটি নানা কারণেই সৃষ্টি হতে পারে আমাদের মোবাইলে । অনেক সময় আপনি হয়তো আপনার অজান্তেই এমন কিছু ব্রাউজ করেন যেটা হয়তো অনেক সিকিউর এবং ভাইরাস থাকতে পারে। এভাবে আপনার মোবাইল অথবা সিস্টেমে ভাইরাস চলে আসতে পারে।এবং আপনার মোবাইল অথবা কম্পিউটার এ নানা রকম সমস্যা সৃষ্টি যেমন: মোবাইল, কম্পিউটার স্লো হয়ে যাওয়া । ক্ষতিকর প্রোগ্রাম ডুকে যাওয়া এবং অন্যান্য প্রোগ্রাম কে ক্ষতিগ্রস্ত করে। এছাড়াও পার্সোনাল ডিটেইসলস চুরি হয়ে যাওয়া ইত্যাদি। তবে এখন ভাইরাস সমস্যা দূর করার জন্য অনেক উপায় বের হয়েছে এবং অনেক সফটওয়্যার ও আছে যেগুলো ব্যবহার করে আপনি আপনার মোবাইল ও কম্পিউটার ভাইরাস মুক্ত রাখতে পারেন । তাহলে চলুন এখন জেনে নেওয়া যাক মোবাইল ভাইরাস মুক্ত রাখার কয়েকটি উপায় এবং সফটওয়্যার এর নাম। আমাদের মোবাইল ভাইরাস মুক্ত রাখার জন্য অবশ্যই দরকার একটি এন্টি ভাইরাস সফটওয়্যার। এন্টি ভাইরাস সফটওয়্যারের মাধ্যমেই আমরা আমাদের মোবাইল ভাইরাস মুক্ত রাখতে পারি। আমাদের প্রতিদিন ই অনেক কিছু মোবাইলে ডাউনলোড অথবা অন্যান্য কাজে অনেক ওয়েবসাইটে ভিজিট করতে হয় । সেখানে আমাদের অনেক লিংকে ক্লিক করতে হয় এবং আমাদের মোবাইল ভাইরাস দ্বারা আক্রান্ত হতে পারে। এখন চলুন কয়েকটি এন্টি ভাইরাসের নাম জেনে নেওয়া যাক।
- Avast antivirus & security
- AVG antivirus & security
- Avira antivirus & security
- Quick Heal mobile security
Avast antivirus & Security
আপনি যদি এন্টি ভাইরাস এন্ড্রোয়েড অ্যাপস এর সন্ধান চান তাহলে আপনার জন্য সাজেশন থাকলো Avast antivirus & security সফটওয়্যারটি ব্যবহার করার কারণ এটি এমন একটি এন্টি ভাইরাস যা আপনার মোবাইল থেকে ভাইরাস দূর করতে এবং মোবাইলে ভাইরাস প্রবেশ থেকে মুক্ত রাখতে পারে। এটি এমন একটি এন্টি ভাইরাস যা বিশ্বব্যাপী ব্যবহৃত হয় এবং এটির সুফল ও অধিক। এটি প্রতিরোধ করতে পারে adware virus । আপনি ইন্টারনেট ব্যবহার করার সময় নানা রকম বিজ্ঞাপন আসে আপনার মোবাইলে যা সত্যিই বিরক্তিকর। এই বিজ্ঞাপন আসে adware নামক ভাইরাস থেকে। তবে আপনি যদি Avast antivirus ব্যবহার করে থাকেন তাহলে আপনি খুব সহজেই মুক্তি পেতে পারবেন এই সকল বিজ্ঞানপন থেকে কারণ এই সফটওয়্যার আপনার মোবাইলে বিজ্ঞানপন আসা রোধ করবে । এখন চলুন জেনে নিই Avast antivirus এর কিছু সুবিধা সম্পর্কে ।
AVAST ANTIVIRUS এর সুবিধাগুলো
- এই সফটওয়্যারটিতে রয়েছে ভাইরাস স্ক্যানার অপশন যা আপনার মোবাইলে আসা ভাইরাস স্ক্যান করতে পারে এবং সহজেই ডিলিট করতে পারে । এটি অটোমেটিক্যালি আপনার মোবাইলে কাজ করবে ।
- এছাড়া এই সফটওয়্যারে আছে file & web scanning অপশন যা আপনার কম্পিউটার এর ফাইলগুলো স্ক্যান করতে এবং ভাইরাস শনাক্ত করতে সহায়তা করবে ।
- অন্য কম্পিউটার থেকে কোনো জিনিস নেবার বা ইন্টারনেট থেকে ডাউনলোড করার সময় এটি ভাইরাস স্ক্যান করে যা আপনার কম্পিউটারে ভাইরাস ঢুকতে বাধা প্রদান করে । সুতরাং আপনার কম্পিউটার থাকবে সম্পূর্ণ ভাইরাস মুক্ত।
- Junk file cleaner এটি একটি চমৎকার অপশন যা আপনার মোবাইলের অপ্রযোজনীয় ফাইল স্ক্যান করতে এবং ডিলিট করতে সহায়তা করবে । এবং আপনার মোবাইলকে রাখবে সুপার ফাস্ট।
- সর্বপরি এই সফটওয়্যারটি আপনার মোবাইলে ইন্টারনেট থেকে আসা বিভিন্ন ভাইরাস প্রতিরোধে সহায়তা করবে।এবং আপনার মোবাইল রাখবে স্মুথ।
তাই আপনি যদি আপনার মোবাইলটি ভাইরাস মুক্ত রাখতে চান তাহলে আপনার জন্য Avast হতে পারে দারুন উপায়। আজ ই গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড করুন সফটওয়্যার।
আরো জানুন: জেনে নিন মোবাইল ফোনের কয়েকটি প্রয়োজনীয় আ্যাপের নাম
AVG Antivirus software
পূর্বে আলোচনা করা Avast এন্টি ভাইরাস সফটওয়্যারের মতো AVG Antivirus software হলো একটি বহুল ব্যবহৃত সফটওয়্যার।এটি অত্যন্ত উন্নতমানের একটি এন্টি ভাইরাস সফটওয়্যার যা আপনার মোবাইলের ভাইরাস মুক্ত রাখতে সহায়তা করবে। AVG মূলত উইন্ডোজ সফটওয়্যার হলেও বর্তমানে এটি কাজ করছে এনড্রয়েড হিসেবে । চলুন জেনে নেওয়া যাক এই সফটওয়্যার এর কয়েকটি বিশেষ সুবিধা সম্পর্কে।
AVG Antivirus সফটওয়্যারের সুবিধা:
- প্রথমতো এটি আপনি সম্পূর্ণ কোনো ঝামেলা ছাড়াই ব্যবহার করতে পারবেন আপনার মোবাইলে সম্পূর্ণ ফ্রি।
- এটিতে রয়েছে Real time Scan নামক একটি অপশন যার মাধ্যমে আপনি সহজেই আপনার কম্পিউটারের ফাইল , ভিডিও , মেমোরি কার্ড স্ক্যান করতে পারবেন । এবং সহজেই ভাইরাস স্ক্যান করতে পারবেন । সুতরাং এটি আপনার জন্য অত্যন্ত প্রয়োজনীয় একটি সফটওয়্যার।
- power saver অপশনটি রং মাধ্যমে আপনি আপনার মোবাইলের ব্যাটারির আয়ু দীর্ঘায়িত করতে পারবেন ।
- Hide অপশনটির মাধ্যমে আপনি আপনার মোবাইলের প্রয়োজনীয় ফাইল লুকিয়ে রাখতে পারবেন ।
- এছাড়াও আপনি আপনার পার্সোনাল এপ লক করে রাখতে পারবেন।
সর্বোপরি আপনার মোবাইল ভাইরাস মুক্ত রাখার জন্য এটি একটি কার্যকরি পদ্ধতি । আশা করি বন্ধুরা আমাদের আজকের ব্লগ পোষ্টটি আপনাদের ভালোই লেগেছে। আমাদের সাথেই থাকুন পরবর্তী ব্লগ পোষ্টের জন্য। সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি।
তথ্য: মেহেদি হাসান