হারানো মোবাইল খুঁজে পাওয়ার সহজ উপায় ।

হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই । আশা করা সবাই ভালোই আছেন । আমি শাহরিয়ার আলম শুভ আছি আপনাদের সাথে emlearningpoint24.com এর পক্ষ‌ থেকে। প্রতিবারের ন্যায় এবারো আমরা নিয়ে এসেছি আপনাদের সামনে নতুন একটি টপিক নিয়ে ।‌‌‌আমাদের আজকের টপিক ” হারানো মোবাইল খুঁজে পাওয়ার সহজ উপায় ” । বন্ধুরা গত কয়েকদিন ধরে আপনাদের থেকে আমরা যে টপিকটি সম্পর্কে বেশি প্রশ্ন‌ পেয়েছি সেটি হলো যে ভাই হারানো মোবাইল খুঁজে পাওয়ার কোনো উপায় আছে কিনা। আজ আমরা আপনাদের সেই সম্পর্কেই বলতে যাচ্ছি তাহলে চলুন শুরু করা যাক। বন্ধুরা আমাদের চলার পথে কিংবা অন্য কোনো কারণে আমরা হয়তো আমাদের প্রিয় মোবাইলটি হারিয়ে ফেলি। আমাদের চলার পথে দুষ্কৃতকারীদের কবলে পড়লে আমরা আমাদের মোবাইল হারাতে পারি। কিংবা অন্য কোনো কারণে আমরা আমাদের যখন আমরা আমাদের মোবাইল হারিয়ে ফেলি তখন আমরা সঠিক সিদ্ধান্ত অথবা পদক্ষেপ নিয়ে ব্যর্থ হয় । আমাদের মোবাইল প্রায় ই আমাদের গুরুত্বপূর্ণ তথ্য এবং অন্যান্য জিনিস থাকে যেটা হারিয়ে গেলে আমাদের হয়তো নানা রকম সমস্যা কিংবা তথ্যগুলো পুনরায় গ্রহণ করার জন্য আমাদের নানা রকম সমস্যার সুম্মুখীন হতে হয়। আমাদের তখন মনে হয় ইশ যদি কোনো কিছুর বিনিময়ে হলেও আমি আমার মোবাইল টা ফিরে পেতাম।তবে কিছু ব্যবস্থা গ্রহণ করলেই আপনি হয়তো আপনার প্রিয় মোবাইলটি ফিরে পেতে পারেন । তাহলে চলুন জেনে নেওয়া যাক করণীয় বিষয়াবলী সম্পর্কে। আমাদের আজকের আলোচিত বিষয়গুলো হলো হারানো মোবাইল ফিরে পাওয়ার জন্য আমাদের নিন্মক্ত পদক্ষেপ গ্রহণ করতে হবে ।

  • থানায় জিডি করা এর মাধ্যমে হারানো মোবাইল ফিরে পাওয়া।
  • মোবাইলে ফাইন্ডমাই ডিভাইস অপশনের মাধ্যমে হারানো মোবাইল ফিরে পাওয়া।
  • গুগলের ওয়েবসাইটের সহায়তায় হারানো মোবাইল ফিরে পাওয়া।
  • গুগল লোকেটর এর মাধ্যমে হারানো মোবাইল ফিরে পাওয়া।

থানায় জিডি করা

আপনার মোবাইল হারানোর পর আপনার মোবাইল ফেরত পাওয়ার জন্য সর্বপ্রথম কাজ হলো থানায় জিডি করা। আপনার মোবাইল ফেরত পাওয়ার জন্য আপনাকে অবশ্যই আপনার নিকটস্থ থানায় আপনার ঘটনার বিবরণ দিয়ে একটি জিডি করতে হবে । জিডি করার মাধ্যমেই বলতে পারেন আপনার মোবাইল সন্ধানের প্রাথমিক ধাপটি সম্পন্ন‌ হবে এবং এই জিডি কপি আপনার পরবর্তী তে লাগবে যখন আপনার মোবাইল খুঁজে পাওয়া যাবে তখন প্রমাণ হিসেবে লাগবে এই মোবাইলটি।

” Google find my device ” এর মাধ্যমে হারানো মোবাইল খোঁজা

বন্ধুরা আপনি যদি আপনার মোবাইলটিতে এই google find my device অপশনটি চালু রাখেন তাহলে আপনি খুব সহজেই আপনার হারিয়ে যাওয়া মোবাইলটি খুঁজে পেতে পারবেন ।এটি এমন একটি অপশন‌ যা আপনাকে আপনার হারিয়ে যাওয়া মোবাইল খুঁজে পেতে পারবেন অন্য কোনো মাধ্যমের ছাড়াই। আপনারা জানেই যে বর্তমানে আ্যানড্রয়েড মোবাইল সঠিকভাবে ব্যবহার করতে চান তা হলে আপনাকে অবশ্যই একটি জিমেইল অ্যাকাউন্ট ব্যবহার করতে হবে । এবং সাধারণ এই জিমেইল একাউন্ট ব্যবহার করার মাধ্যমেই আপনার মোবাইলে ফাইন্ডমাই ডিভাইস অপশনটি অটো চালু হয়ে যাবে । তারপর ও আপনি আপনার মোবাইলে এই অপশনটি চালু আছে কিনা এটি সঠিকভাবে দেখে নিবেন । এই অপশনটি চালু আছে কিনা সেটা দেখার জন্য আপনাকে নিন্মক্ত পদক্ষেপ গ্রহণ করতে হবে । প্রথমে আপনি আপনার মোবাইল ফোনের সেটিংস অপশনে চলে যান সেখানে গুগল অপশনটি দেখতে পারবেন এবং গুগল অপশনে গেলে আপনি google find my device এই অপশনটি পাবেন এবং দেখতে পাবেন যে এটি চালু আছে কিনা। যদি এটি বন্ধ থাকে তাহলে আপনি এটি চালু করে দিন।

. Google find my device যেভাবে কাজ করে

Google find my device এটি দিয়ে মোবাইল খুঁজে পাওয়ার জন্য।আপনাকে অন্য একটি মোবাইলে Google find my device আ্যপটি ইন্সটল করুন এবং আপনার হারিয়ে যাওয়া মোবাইলে যে জিমেইল একাউন্ট লগইন আছে সেটি অন্য মোবাইলে আ্যাপে লগ ইন করুন এটা মূলত আপনার মোবাইল খুঁজে পাওয়ার প্রাথমিক ধাপ। আ্যাপে লগ ইন করার পর দেখতে পারবেন সেই সকল মোবাইল এখানে যেগুলোতে আপনার জিমেইল টি লগ ইন আছে এবং সাথে দেখতে পারবেন আপনার মোবাইল এর লোকেশন। এছাড়াও আপনি এখানে আরো তিনটি অপশন দেখতে পারবেন । ১. সিকিউর ডিভাইস ২. প্লে সাউন্ড ৩. ইরেজ ডিভাইস । এই তিনটি অপশনের মাধ্যমেই আপনি আপনার হারানো মোবাইল টি খুজে পেতে পারবেন ।

IMEI এর মাধ্যমে হারানো মোবাইল ফিরে পাওয়ার উপায়

বন্ধুরা হারানো মোবাইল খুঁজে পাওয়ার অনেকগুলো উপায়ের মধ্যে এটি অন্যতম। IMEI ( International Mobile Equipment Indentity) এর মাধ্যমেও আপনি আপনার হারানো মোবাইল ফিরে পেতে পারেন। এটি হলো এমন একটি পদ্ধতি যা মূলত একটি সংখ্যা এই IMEI প্রতিটা মোবাইলের জন্য ভিন্ন হয় । এটি এমন একটি সংখ্যা যা আপনাকে আপনার মোবাইল ফেরত পেতে সহায়তা করবে কারণ এটি সমস্ত তথ্য সংরক্ষণ করতে পারে । তোর যদি আপনার মোবাইলের সমস্ত তথ্য মুছে ফেলে এমনকি সিম ও পরিবর্তন করে দেয় তারপর ও আপনি আপনার মোবাইলটি ফেরত পেতে পারেন । কারণ যখন ই মোবাইলে অন্য কোনো সিম ইনপুট করা হবে তখন ই সমস্ত তথ্য চলে যাবে কোম্পানির কাছে। তবে এর জন্য আপনাকে কোম্পানির কাছে এই IMEI নম্বরটি দিয়ে একটি কালো তালিকাভুক্ত করতে হবে মোবাইলটি তাহলে আপনি আপনার মোবাইল খুঁজে পাবেন । তবে এটি করার জন্য আপনাকে সিম কোম্পানিগুলোর সহায়তা এব্ং পুলিশের সহায়তা নিতে হবে। এবং এই পদ্ধতি ব্যবহার করে আপনি আপনার মোবাইলটি অকার্যকর করে রাখতেও পারেন যেন কেউ আপনার তথ্যগুলো ব্যবহার না করতে পারে ।

হারানো মোবাইল খুঁজে পেতে কিছু সতর্কতা:

আমার প্রায় ই এই হারানো মোবাইল খুঁজে পাওয়ার জন্য বিভিন্ন সময় ইন্টারনেটে সার্চ করে অনেক লিংক / ওয়েবসাইটে পায়যে মোবাইল খুঁজে পাওয়ার তবে এইগুলো থেকে সাবধান থাকা উচিত কারণ এমন অনেক লিংক আছে যা আপনার তথ্য হ্যাক করে নিতে পারে। এবং অনেক আ্যাপ আছে যা আপনার মোবাইল খুঁজে পাওয়ার বদলে আরো সমস্যা সৃষ্টি করতে পারে।

বন্ধুরা আশা করি আমাদের এই ব্লগটি আপনাদের ভালো লাগেছে এবং সহায়তা করবে আপনাকে । আমাদের সাথেই থাকুন পরবর্তী গুরুত্বপূর্ণ এমন ব্লগ পোষ্টের জন্য। সবাইকে ধন্যবাদ।