হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই । আশা করি সবাই ভাল আছেন। সবাইকে স্বাগতম আমাদের নতুন ব্লগ ” সফল ইউটিউবার হবার টিপস” আজ আপনাদের সাথে শেয়ার করব এমন কিছু টিপস যা আপনাকে ইউটিউবে সফল হবার জন্য সহায়তা করবে । প্রতিদিনের ন্যায় আমি আবির আছি আপনাদের সাথে emlearningpoint24.com এর পক্ষ থেকে । তাহলে চলুন শুরু করা যাক আমাদের আজকের ব্লগ ” সফল ইউটিউবার হবার টিপস” । আমরা আজ আপনাদের সাথে ইউটিউব নিয়ে সকল খুঁটিনাটি বিষয় আলোচনা করার চেষ্টা করবো ।
- ইউটিউবিং এবং শুরু করার উপায় ।
- সফল হবার জন্য করণীয় ।
- কিভাবে ইনকাম করবেন ?
. ইউটিউবিং এবং শুরু করার উপায় :-
বর্তমান সময়ে অনেক গুলো সোস্যাল মিডায়ার ভেতর ইউটিউব অন্যতম। সম্প্রতি সময়ে ইউটিউব এর প্রতি এক বিশেষ আকর্ষণ কাজ করে প্রত্যেক মানুষের ই । ইউটিউবিং হলো মূলত ইউটিউবে কোনো বিষয় নিয়ে ভিডিও বানানো । আপনি চাইলেই ইউটিউবিং শুরু করতে পারবেন তবে শুরু করার আগে আপনার কিছু বিষয় মাথায় রেখে শুরু করা উচিত । যেমন:
- চ্যানেলের ক্রিয়েট : শুরু করার জন্য আপনার সর্বপ্রথম যে নামটি প্রয়োজন হবে সেটি হলো একটি চ্যানেল ক্রিয়েট এবং সেখানে সকলকিছু ঠিকমতো দেখা। আপনাকে অবশ্যই আপনার ভিডিও এর ধরন অনুযায়ী একটি নাম ঠিক করা উচিত হবে ।
- চ্যানেল সেট আপ : চ্যানেল ক্রিয়েট করার পর আপনার যে কাজটি প্রয়োজন সেটি হলো সেট আপ আপনাকে অবশ্যই চ্যানেলটির থামনেইল লোগো ইত্যাদি বানাতে হবে ।
- ভিডিও মেকেং ও ইডিটিং: এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি কাজ । এটি আপনাকে অবশ্যই খুব গুরুত্ব সরকারে করতে হবে কারণ এটির উপর নির্ভর কর আপনার সফলতার প্রথম ধাপ। আপনাকে অবশ্যই ভিডিও মেকিং এবং ইডিটিং করতে হবে খুব সুন্দর ভাবে যেন এটি ভিউয়ার দের কাছে সুন্দর লাগে। আপনি যে বিষয়টিতে পারদর্শী আপনি সেই বিষয়টি নিয়ে কাজ করতে আগ্রহ প্রকাশ করুন ।আপনি চাইলে টেকনোলজি রিলেটেড / শর্ট ফিল্ম বানাতে পারেন ।
- আরো পড়ুন: জেনে নিন মোবাইল দিয়ে ব্লগিং করেই ইনকাম করার উপায়
ইউটিউবিংয়ে সফল হবার জন্য করণীয়:
- জনপ্রিয় কন্টেন্ট তৈরি: ইউটিউবে সফলতা পাবার জন্য আপনাকে সবসময় এমন ভিডিও বানাতে হবে যেগুলো লোকজন খুব পছন্দ করে হতে পারে সেটা মজার ভিডিও , অথবা সাম্প্রতিক কোনো প্রযুক্তি অথবা কোনো টেকনোলজি ও ইনকাম বিষয়ক ভিডিও । তবে বর্তমানে লোকজন সবচেয়ে বেশি পছন্দ করে ফানি ভিডিও , টেকনোলজি ও ইনকাম বিষয়ক। সুতারাং আপনার জন্য ভালো এই সকল বিষয় নিয়ে কোনো ভিডিও বানানো। এবং সেই সাথে আপনাকে অবশ্যই আরো একটি বিষয় খেয়াল রাখতে হবে যেটি হলো ইডিটিং আপনাকে খুব স্মুথলি করতে হবে এবং সাথে কিছু সংযোজন করতে হবে যেমন ইফেক্ট, ফটো । ভিডিও বানানোর ক্ষেত্রে আপনাকে অবশ্যই জনপ্রিয়তার বিষয়টি খেয়াল রাখতে বলা হয়েছে কারণ দেখা গেলো আপনি এমন ভিডিও বানাচ্ছেন যেগুলো লোকে খুব কম সার্চ করে এবং ভিউজ খুব কম । তখন ভিউজ না হলে আপনি কাজ করার আগ্রহ হারিয়ে ফেলবেন , সুতারাং কাজ করার আগে অবশ্যই আপনার বিষয়টি নির্ধারণ করে নিবেন । তাহলে সফলতা পেতে আপনার দেরি হবে না ।
- সফল হবার জন্য আরেকটি জিনিস দরকার সেটি হলো ধৈর্য , ভাই প্রথমেই বলে রাখি আপনাকে যেকাজ ই করতে হোক না কেন সেখানে আপনাকে অবশ্যই ধৈর্য নিয়ে কাজ করতে হবে । কারণ প্রথমে আপনাকে সেই প্লাট ফর্মের ব্যাপারে বিস্তারিত জানতে হবে সাথে আপনাকে প্রচুর রিসার্চ করতে হবে বিভিন্ন বিষয় নিয়ে । আপনি আসলেন এবং সফল হয়ে গেলেন এমনটি নয় আর ইউটিউবের ক্ষেত্রে এটি আরো বেশি প্রয়োজ্য কারণ এখানে কাজ করার জন্য আপনাকে বিভিন্ন ধরনের কন্টেন তৈরীর করার মাধ্যমে দেখতে হবে কোনটা মানুষ বেশি পছন্দ করে । আপনাকে সেই অনুযায়ী পরবর্তী কন্টেনগুলো তৈরী করতে হবে ।
- ক্রিয়েটিভ ভিডিও : আপনাকে ভিডিও বানাতে হবে ক্রিয়েটিভটির সাথে আপনার ভিডিওতে এমন কিছু বিশেষত্ব রাখবেন অন্যদের ভিডিও থেকে আলাদা ।কারণ আপনি একটি টপিক নিয়ে ইউটিউবে সার্চ করলে হাজার হাজার কন্টেন্ট দেখতে পারবেন একেকটি বিষয় নিয়ে । সুতরাং তাদের মধ্যে আপনাকে টিকে থাকতে হলে অবশ্যই কিছু ইউনিক বিষয় নিয়ে কাজ করতে হবে এবং অন্যদের থেকে ইনফরমেটিভ ভিডিও বানাতে হবে যেন সেটা আপনাকে অন্য ক্রিয়েটর থেকে আলাদা রাখে।
- নিয়মিত ভিডিও আপলোড: আপনাকে অবশ্যই নিয়মিত ভিডিও আপলোড করতে হবে যেন আপনার ভিডিওগুলোর এবং চ্যানেলটি সাজেশনে যাওয়ার সুযোগ পায় । আপনার ভিডিও ভিউজ হচ্ছে না দেখে যদি আপনি ভিডিও বানানো এবং আপলোড করা ছেড়ে দেন তাহলে আপনি সফলতার থেকে একধাপ পিছিয়ে গেলেন । সুতরাং আপনাকে নিয়মিত ভিডিও আপলোড করতে হবে যেন আপনার ভিডিওগুলোর এবং চ্যানেলটি সাজেশনে যাওয়ার সূযোগ পায় ।ভিডিওতে ভিউজ আসুক অথবা নাই আসুক আপনি ভাডিও বানাতে থাকুন কারণ আপনার কষ্টের মূল্য আপনি অবশ্যই পাবেন যদি সঠিকভাবে লেগে থাকেন ।
- ভিডিও সাইজ : সত্য কথা বলতে আপনি যতো কম সময়ের মাঝে সকল বিষয় বোঝানোর এবং ইনফরমেশন দেওয়ার চেষ্টা করবেন আপনার সফলতার হার ততো বেড়ে যাবে । আপনি যদি অযথা ভিডিও লম্বা করেন বেশি লাভের আশায় তা হলে আপনার লাভ এর পরিবর্তে ক্ষতিই বেশি হবে ধরে নিতে পারেন কারণ ইনফেরমেশন বিহীন ভিডিও কেউ দেখতে চাইবে না ।বরং ভিডিও স্কিপ করে চলে যাবে এতে আপনার ই লস হবে । সুতরাং ভিডিও কোয়ালিটি ফুল রাখার চেষ্টা করুন ।
কিভাবে ইনকাম করবেন :
- গুগল আ্যাডসেন্স : আপনি এখান থেকেই গুগল আ্যাডসেন্সের মাধ্যমে ইনকাম করতে পারবেন । আপনি যখন ইউটিউবের পলিসি অনুযায়ী কাজ করবেন তখন একটি নির্দিষ্ট সময় পর আপনি গুগল থেকে ইনকাম করার জন্য আ্যাডসেন্সের জন্য আবেদন করতে পারবেন এবং ইনকাম করতে পারবেন । এখান থেকে আপনি একটি নির্দিষ্ট এমাউন্ট ইনকাম করতে পারবেন ।
- স্পন্সর : আপনার ভিডিও কোয়ালিটি যখন খুব ভালো হবে এবং ভিউজ পাবেন খুব তখন বিভিন্ন কোম্পানি থেকে আপনাকে অফার দিবে তাদের প্রোডাক্ট প্রচার করে দেবার জন্য সেখান থেকে আপনি ভালোমানের একটি টাকা ইনকাম করতে পারবেন ।
আশা করি আমরা আপনাদের সামনে সকল বিষয় কিছুটা হলেও ধারণা দিতে পেরেছি । আমাদের সাথেই থাকুন পরবর্তী ব্লগের এর জন্য সকলকে ধন্যবাদ। আমাদের সাথে থাকার জন্য।
তথ্য: আবির রায়হান ( ইউটিউবার )