হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই ! আশা করি সবাই ভালো আছেন । সবাইকে স্বাগতম আমাদের আজকের ব্লগ পোষ্ট ” কপিরাইট ফ্রি ছবি ডাউনলোড করার সেরা সাইট ” । আজকে আপনাদের মাঝে আমরা শেয়ার করবো এমন কিছু ওয়েবসাইট যেখান থেকে আপনি সহজেই কপিরাইট ফ্রি ছবি ডাউনলোড এবং ব্যবহার করতে পারবেন । তাহলে চলুন শুরূ করা যাক আমাদের আজকের টপিক “কপিরাইট ফ্রি ছবি ডাউনলোড করার সেরা সাইট ” ।
কপিরাইট ফ্রি ছবি :-
কপিরাইট ফ্রি ছবি বলতে এমন ছবি বোঝায় যেগুলো অন্য কারো ব্যক্তিগত নয়। এবং যদিও ব্যক্তিগত হয়েও থাকে তাহলে তা ব্যবহারের উপযোগী। অর্থাৎ যেগুলো আপনি নিজের কন্টেন্ট অথবা ভিডিও তৈরীর করার কাজে ব্যবহার করতে পারবেন ।
। কপিরাইট ফ্রি ছবির প্রয়োজনীয়তা :-
বর্তমান সময়ে কন্টেন্ট ক্রিয়েটিং একটি জনপ্রিয় পেশায় পরিণত হয়েছে। আমাদের অনেকেই এখন কন্টেন্ট ক্রিয়েটিং করতে পছন্দ করেন ফেসবুক, ইউটিউব এবং অন্যান নেটওয়ার্কিং মাধ্যমে । আর এই সব কন্টেন্ট ক্রিয়েট করার জন্য দরকার হয় আমাদের ইউনিক সব আইডিয়া এবং ইউনিক সকল ছবি । কন্টেন্ট এর জন্য ছবি তেমন প্রয়োজনীয় তার চেয়ে বেশি প্রয়োজনীয় বিষয় হলো কপিরাইট ফ্রি ছবি । কারণ আপনি আপনার কন্টেন্টে যদি কপিরাইট ফ্রি ছবি ব্যবহার না করেন তাহলে আপনার কন্টেনটি ভায়োলেশনের ভিতর পড়বে এবং আপনি কখনো সেখান থেকে সফলতা পেতে পারবেন না । সফলতা পাবার জন্য আপনার দরকার কপিরাইট ফ্রি ছবি ব্যবহার করে কন্টেন্ট তৈরী করা। এখন আপনাদের মনে প্রশ্ন জাগতে পারে কিভাবে আপনারে এই কপিরাইট ফ্রি ছবি পেতে পারি । চলুন এখন সেই বিষয়টি নিয়েই আলোচনা করা যাক ।
কপিরাইট ফ্রি ছবি পাবার উপায় :
- গুগল : ছবি ব্যবহার করার কথা আসলেই আমরা প্রথমেই যেখানে গিয়ে সার্চ করি সেটি হলো গুগল । আমার গুগলে গিয়েই সকল ছবি সার্চ করি এবং ডাউনলোড করে ব্যবহার করি ।কিন্তু এটি মোটেই ঠিক নয় কারণ গুগলে যারা ছবি পাবলিশ করেন তাদের অনুমতি ব্যতীত ছবি ব্যবহার করা উচিত নয় এতে আপনি যে কন্টেন্ট ই তৈরীর করুন না কেন আপনার কন্টেন্ট গুরুত্ব হারাবে । গুগল থেকে ছবি নেওয়ার ক্ষেত্রে প্রথমে আপনাকে গুগলে যে বিষয়ক ছবি চান সেটি লিখে সার্চ করতে হবে এবং এর পর ইমেজ(image) অপশনটিতে গিয়ে আপনাকে টুলস(tools) এ ক্লিক করে সেখান থেকে user rights এ গিয়ে commercial এ ক্লিক করতে হবে তাহলে আপনি সেগানে যে ছবি দেখতে পারবেন সেটি ব্যবহার করতে পারবেন ।
- Pinterest : কপিরাইট ফ্রি ছবি ব্যবহার করার জন্য আরেকটি জনপ্রিয় মাধ্যম হলো Pinterest এখান থেকে আপনি আপনার ব্লগের জন্য যেকোনো ধরনের ছবি ডাউনলোড ও ব্যবহার করতে পারবেন । এখান থেকে ছবি ডাউনলোড করার জন্য আপনাকে প্রথমে একটি একাউন্ট খুলে নিতে হবে তারপর আপনি আপনার প্রয়োজন মতো কপি রাইটফ্রি ছবি ব্যবহার করতে পারবেন ।
- Pixabay: কপিরাইট ফ্রি ছবি ডাউনলোড করার জন্য আরেকটি জনপ্রিয় মাধ্যম হলো এটি।এটির মাধ্যমে আপনি সকল প্রকার ছবি ব্যবহার করতে পারবেন কোনো প্রকার সমস্যা ছাড়াই । একজন ব্লগার হিসেবে আপনাকে অবশ্যই এটি আপনার পছন্দ তালিকার প্রথমে রাখা উচিত ।
- Unsplash : আমাদের কপিরাইট ফ্রি ছবি ডাউনলোড করার জন্য আরেকটি জনপ্রিয় ওয়েবসাইট হলো Unsplash. এটি জনপ্রিয় হবার অন্যতম কারণ হলো কোনো প্রকার একাউন্ট করা ছাড়াই আপনি এখান থেকে হাজার হাজার ছবি ডাউনলোড করতে পারবেন এবং ব্যবহার করতে পারবেন । এছাড়াও আপনি এখানে আপনার পছন্দ অনুযায়ী ছবি পেতে পারবেন ।
- Canva : এটি হয়তো অনেকের কাছে ফটো ইডিটর হিসেবে পরিচিত তবে এটি কপিরাইট ফ্রি ছবি পাবার জন্য ও এক উপযোগী মাধ্যম এটির মাধ্যমে আপনি চাইলেই সুন্দর সুন্দর কপিরাইট ফ্রি ছবি ডাউনলোড ও আপনার ডিভাইস অনুযায়ী ব্যবহার করতে পারবেন ।
- Free Pik : নাম দেখেই হয়তো বুঝতে পারছেন আপনার জন্ম এটি অনেক গুরুত্বপূর্ণ। এটা আসলেই অনেক সুন্দর একটি প্লাটফর্ম যেখানে অন্যান্য মাধ্যমগুলোর মতো আপনিও সহজেই ।
- Pexels: এটি বর্তমান সময়ে বহুল আলোচিত এবং ব্যবহারযোগ্য একটি কপিরাইট ফ্রি ওয়েবসাইট।এটির মাধ্যমে আপনি সহজেই ভিডিও ফুটেজ , ছবি ব্যবহার করতে পারবেন এবং নিজের ব্লগে ব্যবহার করতে পারবেন ।এটি অত্যন্ত উন্নতমানের ছবির জন্য খুব ভালো একটি সাইট ।
- videvo.net : কপিরাইট ফ্রি ছবি, ভিডিও , টামপ্লেট ইত্যাদি পাওয়ার জন্য আপনাকে এই ওয়েবসাইটি সাজেস্ট করা হচ্ছে কারণ এটির মাধ্যমে আপনি ছোট ছোট ভিডিও ডাউনলোড এবং ব্যবহার করে চমৎকার ভিডিও কন্টেন্ট তৈরীর করতে পারবেন ।।
- Rawpixel: এটিও একটি কপিরাইট ফ্রি ছবি ও এনিমেশন ডাউনলোড করার জন্য ফ্রি ওয়েবসাইট যেখানে আপনি কোনো একাউন্ট করা ছাড়াই ছবি ও ভিডিও এনিমেশন ব্যবহার করতে পারবেন । এখানে আপনি উচ্চতর কোয়ালিটি সম্পন্ন ছবি এডিং করতেও পারবেন ।
আশা করি বন্ধুরা আমাদের আজকের আলোচিত ওয়েবসাইটগুলোর মাধ্যমে আপনি সহজেই ছবি ডাউনলোড ও ব্যবহার করতে পারবেন । এটি আপনাকে আপনার ব্লগ ভালো করার কাজে সাহায্য করবে আমাদের সাথেই থাকুন পরবর্তী ব্লগ পোষ্টের জন্য। সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে শেষ করছি।emlearningpoint24.com এর সাথেই থাকুন।।
তথ্য: আবির ফাহাদ (emlearningpoint24.com)