CPA Marketing শিখুন মোবাইল দিয়েই

  • হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই? আশা করি সবাই ভাল আছেন । সবাইকে স্বাগতম আমাদের নতুন ব্লগ পোষ্টে। আমি স্বাধীন আহমেদ জয় আছি আপনাদের সাথে। emlearningpoint24.com এর নতুন পোষ্ট ” CPA Marketing শিখুন মোবাইল দিয়েই” এ সবাইকে আবারো স্বাগতম জানাচ্ছি। আমাদের আজকের ব্লগ পোষ্টটি একটূ ব্যতিক্রম আজ আমরা আপনাদের সাথে শেয়ার করবো কিভাবে খুব সহজেই মোবাইল দিয়ে CPA Marketing শিখবেন এবং ইনকাম করবেন । তাহলে চলুন শুরু করা যাক আমাদের আজকের ব্লগ পোষ্টটি। আমাদের আজকের ব্লগ পোষ্টটির মাধ্যমে আপনাদের সকল বিষয়ের ধারণা দেওয়ার চেষ্টা করবো তাহলে চলুন শুরু করা যাক।
  • CPA Marketing কি ?
  • CPA Marketing কিভাবে শুরু করব ?
  • সর্বোচ্চ কত ইনকাম করতে পারবো ?
  • এটি মোবাইল দিয়ে করা সম্ভব কিনা ?
  • এটির জন্য কোনো ইনভেস্টমেন্ট আছে কিনা।

CPA Marketing কি ?

  • মূলত সিপিএ মার্কেটিং হলো একটি ইনকাম সোর্স। যার মাধ্যমে আপনি খুব সহজেই ইনকাম করতে পারবেন । বর্তমান সময়ে যতোগুলো ইনকাম সোর্স আছে তার মাঝে সিপিএ মার্কেটিং অন্যতম। CPA Marketing হলো cost per action এর কাজ হলো‌সাইটে ট্রাফিক বাড়িয়ে বিভিন্ন কাজ সম্পাদন করা। এটি মূলত বিভিন্নভাবে করা যায়। সবার প্রথমে আপনাকে অবশ্যই একটি সিপিএ মার্কেটিং এ একাউন্ট করা লাগবে তাহলে আপনি ইনকাম করতে পারবেন । আমারা একটি সহজ উদাহরণ এর মাধ্যমে এটি বুঝতে পারি। মনে করেন আপনার সিপিএ মার্কেটিং এ কোনো বায়ার তার ওয়েবসাইটে সেলস বাড়ানোর জন্য আপনাকে তার ওয়েবসাইটে ইউজার দেবার কাজ দিল। এবং কাজটা করে দিলে আপনি তার থেকে কমিযশন পাবেন । আপনার যদি একটি ব্লগ পোষ্টের ওয়েবসাইট থাকে তাহলে আপনার জন্য কাজটি সহজেই হয়ে যাবে ।মনে করেন আপনার ওয়েবসাইটে প্রতিদিন ১০০০ জন ভিজিটর আসে আপনি যদি আপনার ওয়েবসাইটে সিপিএ মার্কেটিং থেকে প্রাপ্ত লিংকটি শেয়ার করেন তাহলে আপনি তখন ই কমিশন পাবেন যখন কোনো ভিজিটর আপনার দেওয়া লিংকে ক্লিক করে। এছাড়াও আপনি আপনার সিপিএ একাউন্টে নানারকম কাজ দেখতে পারবেন আপনি চাইলেই সেগুলোও করতে পারবেন । তবে এগুলো করার আগে আপনাকে আপনার সিপিএ মার্কেটিং একাউন্ট সেট আপ করে নিতে হবে এবং অন্যান্য কিছু গুরুত্বপূর্ণ কাজ সম্পন্ন করতে হবে। এখন যদি জিজ্ঞাসা করেন সিটিএ মার্কেটিং এ লাভ কেমন ? তাহলে আমরা বলবো এটি সম্পূর্ণ আপনার কাজের দক্ষতার উপর নির্ভর করবে আপনি যেমন ভাবে সবকিছু নিয়ন্ত্রণ করতে পারবেন তেমন ভাবেই সবকিছু কাজ করবে। এখন চলুন জেনে নেওয়া যাক কিভাবে শুরু করবেন।

আরো পড়ুন : জেনে নিন সেরা পাঁচ আ্যন্ড্রয়েড টিপস সম্পর্কে

CAP Marketing কিভাবে শুরু করবেন:

  • CPA Marketing শুরু করার জন্য আপনার অবশ্যই কিছু জিনিসের দরকার হবে যেমন : একটি জিমেইল একাউন্ট, একটি ওয়েবসাইট।‌‌‌‌‌‌ ওয়েবসাইট যেকোনো ধরনের হতে পারে যেমন সোস্যাল , ব্লগ অথবা পারসোনাল ।আপনি চাইলেই যেকোনো একটির মাধ্যমেই শুরু করতে পারবেন। তবে আপনাকে অবশ্যই মনে রাখতে হবে একটি কথা সেটি হলো সিপিএ মার্কেটিং এ আসতে হলে আপনাকে দীর্ঘ মনোবল থাকতে হবে । কারণ কোনো কাজে সফল‌ হবার মূল মন্ত্র ই হলো মনোবল। আপনার সফল হতে হয়তো একটু সময় লাগবে তবে আপনি সফল হবেন ই। আপনাকে অবশ্যই আপনার একাউন্টটি সেট আপ করে নিতে হবে কাজ শুরু করার আগে। এবং সিপিএ মার্কেটিং শুরু করার আগে কিছুটা হলেও ধারণা নিয়ে শুরা করা বুদ্ধিমানের কাজ ।এর জন্য আপনি গুগল অথবা ইউটিউবে ভিডিও দেখবেন।

CPA Marketing থেকে সর্বোচ্চ কত ইনকাম করতে পারবো :-

  • ইনকাম ব্যাপারটা সম্পূর্ণ আপনার উপর নির্ভর করছে ।আপনি চাইলেই এখান থেকে খুব ভালো মানের একটা টাকা ইনকাম করতে পারবেন। তবে ইনকামের সাথে জড়িত আছে যেসকল বিষয়গুলো সেগুলো হলো অভিজ্ঞতা, সময় , কাজের দক্ষতা। তবে চিন্তার কোনো কারণ নাই আপনি যদি লেগে থাকতে পারেন তাহলে আপনি দ্রুত এবং ভালোমানের টাকা ইনকাম করতে পারবেন। আপনার সুবিধার্থে বলে রাখি সিপিএ মার্কেটিং এর মাধ্যমেই অনেকে প্রতিদিন $1000-$2000 ও ইনকাম করছে যাদের অভিজ্ঞতা খুব বেশি এবং অনেকদিন ধরে এই প্লাটফর্মে আছে । আপনিও চাইলে এমন ইনকাম করতে পারবেন এবং সাথে আপনার অভিজ্ঞতার উন্নতি করতে পারবেন ।

CPA Marketing মোবাইল দিয়ে করা সম্ভব কিনা ?

  • এই প্রশ্নটির উত্তর হচ্ছে অবশ্যই সম্ভব। আপনি চাইলেই আপনার মোবাইল দিয়েও ইনকাম করতে পারবেন CPA Marketing এর মাধ্যমে তবে সবচেয়ে ভালো হয় যদি আপনি একটি ল্যাপটপ অথবা কম্পিউটার নিয়ে কাজ করতে পারেন । কারণ এতে আপনি সুবিধা মতো কাজ করতে পারবেন । এবং আপনার ইনকাম করতেও সুবিধা হবে । তবে প্রাথমিকভাবে আপনি মোবাইল দিয়েই শুরু করতে পারেন ।‌‌‌আস্তে আস্তে আপনার ইমপ্রুভমেন্ট হবে ।

এর জন্য কোনো ইনভেস্টমেন্ট আছে কিনা :-

  • সত্য কথা বলতে বর্তমান সময়ে ফ্রি কোনো কাজ পাওয়া কঠিন। এখানেও আপনাকে কিছু ইনভেস্টমেন্ট করতে হবে এবং আপনার একাউন্ট সেট আপ করতে হবে।

CPA Marketing অফার:-

  • ১. সাইন আপ: এটি সিপিএ মার্কেটিং এর একটি অংশ যখন কেউ আপনার দেওয়া লিংক থেকে সাইন আপ করে তথ্য দিয়ে পূরণ করবে তখন আপনি সেখান থেকে কিছূ কমিশন পাবেন ।
  • ২. কল অফার : এটিও সিপিএ মার্কেটিং এর একটি অফার যখন আপনার শেয়ার করা লিংকে ক্লিক করে কেউ কল দিবে তখন আপনি সেখান থেকে কমিশন পাবেন ।
  • ৩. ইন্সটল/ ডাউনলোড: এটি এর মান সবচেয়ে বেশি ।যখন কেউ আপনার দেওয়া লিংক থেকে ডাউনলোড করবে তখন আপনি কমিশন পাবেন ।

আশা করি আমাদের আজকের ব্লগ পোষ্টটি আপনাদের ভালোই লেগেছে আমাদের সাথেই থাকুন পরবর্তী ব্লগের জন্য।‌‌‌সবাইকে অসংখ্য ধন্যবাদ।

তথ্য: স্বাধীন আহমেদ জয় ( সিপিএ মার্কেটিং এক্সপার্ট)