কম্পিউটার স্লো হলে করনীয়

হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই ? আশা করি সবাই ভালোই আছেন । সবাইকে স্বাগতম আমাদের নতুন ব্লগ পোষ্ট ” কম্পিউটার স্লো হলে করনীয়” । প্রতিদিনের ন্যায় আমি আবির আছি আপনাদের সাথে আজ আমি আপনাদের সাথে শেয়ার করবো খুবই কমন একটি সমস্যা এবং এর সমাধান নিয়ে । তাহলে চলুন শুরু করা যাক আমাদের আজকের ব্লগ ” কম্পিউটার স্লো হলে করনীয়” ।আজ আমরা এই বিষয়টির খুঁটিনাটি নিয়ে আলোচনা করবো ।

  • কম্পিউটার স্লো কেন হয় ।
  • কম্পিউটার স্লো হলে করণীয়।
  • কম্পিউটার যেন স্লো না হয় সেজন্য করণীয় ।

কম্পিউটার স্লো কেন হয় :-

  • বন্ধুরা আপনারা প্রায় ই বলে থাকেন যে আপনার কম্পিউটারটি আর আগের মতো কাজ করছে না যেমনটি আপনার কম্পিউটার নতুন কিনলে কাজ করতো । এটি একটি কমন সমস্যা এটি মোটামুটি আপনি আমি সবাই ফেস করি এই ধরনের সমস্যা। আর এমন সমস্যা হলে আমাদের এমন‌ অনূভুত হয় যেন আমারা এটাকে হয় নষ্ট করে ফেলি না হয় ভেঙ্গে ফেলি । তবে চিন্তার কোনো কারণ নাই আমরা যদি এটার কারণ ও সমাধান বের করতে পারি তাহলে আমাদের সমস্যা গুলোর সমাধান আমরা নিজেরাই করতে পারবো । বিভিন্ন কারণে কম্পিউটার স্লো হতে পারে ।

  • অপ্রযোজনীয় ফাইল অথবা ফোল্ডার।
  • বিভিন্ন সাইটের কুকিজ এবং জ্যাংক ফাইল ।‌‌
  • অপ্রয়োজনীয় সফটওয়্যার।

আমাদের কম্পিউটার মূলত এই বিষয়গুলোর জন্য ই স্লো হয়ে থাকে। তাহলে চলুন এখন‌ জেনে নিই এই সমস্যার সমাধান।

কম্পিউটার স্লো হলে করনীয়:-

  • ইউজার ফাইল রিমুভ : আমাদের কম্পিউটার এর ফাইল ম্যানেজারে এমন কিছু ফাইল বা ফোল্ডার থাকে বা অটোমেটিক্যালি তৈরী হয় যেগুলো আমাদের হয়তো কোনো কাজেই লাগবে না অথচ আমাদের কম্পিউটারের জায়গা নষ্ট করে এবং আমাদের কম্পিউটার স্লো করে । সুতরাং আপনি কম্পিউটার স্লো সমস্যার সমাধান করার জন্য আপনি চাইলে আপনাকে প্রথমে এই সকল ফাইল রিমুভ করতে হবে ।
  • বড় সফটওয়্যার ডিলিটেশন: আপনার কম্পিউটার স্লো করার জন্য যে বিষয়টি অধিক দায়ী বলে আমি মনে করি সেটা হলো আমাদের কম্পিউটারে থাকা বড় বড় অপ্রয়োজনীয় সফটওয়্যার যা আমাদের হয়তো কোনো কাজে লাগে না কিন্তু আমাদের কম্পিউটার স্লো করার জন্য দায়ী। আমরা আমাদের কম্পিউটারে অনেক সময় অনেক সফটওয়্যার লাগবে বলে ইন্সটল করি কিন্তু সেটি ব্যবহার করার পর না লাগলে আনইন্সটল করতে ভুলে যায়। এই সফটওয়্যারটিই পরে আমাদের কম্পিউটার স্লো হওয়ার জন্য কাজ করে। এখন আপনার কাজ হলো অপ্রযোজনীয় সফটওয়্যার আনইন্সটল করা এটি করার জন্য আপনাকে স্টার্ট মেনুতে যেতে হবে এবং আন ইন্সটল অপশন‌ দেখতে পারবেন সেখানে add/ remove অপশনে ক্লিক করে আপনি আপনার কম্পিউটার থেকে অপ্রয়োজনীয় সফটওয়্যার রিমুভ করতে পারবেন ।‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌.
  • ডিস্ক ক্লিন আপ : কম্পিউটার স্লো হলে আপনার করণীয় কাজের মধ্যে একটি হলো ডিস্ক ক্লিন আপ করা ।আপনি ততগুলো স্টেপ করবেন না কেন এটি তারমধ্যে অন্যতম একটি স্টেপ । এটি করার জন্য আপনাকে উইন্ডোজ ১১ থেকে This PC অপশনটিতে যেতে হবে এবং আপনার সি ড্রাইভ এ রাইট এ অপশনে ক্লিক করতে হবে । এরপর প্রোপার্টিজে যান এবং সি ড্রাইভের প্রোপার্টিজে যাবেন সেখানে দেখুন ডিটেইলস অপশন আছে ।‌‌‌এখন আপনার কাজ হলো ডিটেইলস অপশনে ক্লিক করুন এবং এনালাইসিস এর মতো উইন্ডো আসবে এখানে আপনি দেখতে পারবেন কোন‌ ফাইল কতো টুকু জায়গা দখল করে আছে এবং কোনটা অপ্রয়োজনীয়।

আরো পড়ুন : ব্লগিংয়ের সেরা টিপস

  • টেম্পোরারি ফাইল ক্লিনার : কম্পিউটার স্লো হলে আপনি যদি একটু অনুসন্ধান করেন তাহলে দেখতে পারবেন আপনার কম্পিউটারের অনেক গুলো ফাইল বা ফোল্ডার ক্রিয়েট হয়েছে যেখানে কোনো প্রয়োজনীয় কিছু নাই কিন্তু আমরা একেকটা ফোল্ডার তৈরি করে বসে আছে এগুলোই টেম্পোরারি ফাইল। আপনি এটি আপনার কম্পিউটার থেকে মুছে ফেলুন ।মুছে ফেলতে‌ প্রেস করুন (windows+ R) তাহলে দেখবেন আপনার সামনে রান কমান্ড অপশনটি আসবে এবং আপনি এটি ক্লিক করে দিন তাহলে আপনার কম্পিউটার থেকে এই টেম্পোরারি ফাইল মুছে যাবে এবং সহজেই আপনার কম্পিউটার ফাস্ট করতে পারবেন ।
  • এডোবি ক্লাশ ক্লিন আপ : আপনি চাইলেই এই অপশনটির মাধ্যমে আপনার কম্পিউটারে থাকা সকল এডোবি ফটোশপের যতো জ্যাংক ফাইল আছে সেটি মুছে ফেলতে পারবেন । প্রায় প্রতি কম্পিউটারেই এরকম অনেক ফাইল এবং এডোবি ফটোশপ সফটওয়্যার থাকে।

  • ভাইরাস : আমাদের প্রতিদিন ই আমাদের প্রয়োজনে নানারকম ফাইল ডাউনলোড করতে হয় ইন্টারনেট থেকে এবং এই ফাইল ডাউনলোড করার সময় আমাদের কম্পিউটারে অনেক ভাইরাস চলে আসে তা আমাদের কম্পিউটারকে স্লো করার এবং অতিরিক্ত জ্যাংক ফাইল ক্রিয়েট করার জন্য দায়ী। এছাড়াও এসকল ভাইরাস আমাদের কম্পিউটারে টেম্পোরারি ফাইল তৈরী করা সহ হার্ডডিস্ক এর ক্ষতির জন্য দায়ী।
  • ক্যাস ফাইল : আমাদের কম্পিউটার নিয়মিত জ্যাংক ক্লিয়ার না করলে তা ক্যাস ফাইলে কনভার্ট হয় এবং আমাদের কম্পিউটার স্লো করে থাকে । সাথে মেমোরি দখল করে থাকে ফলস্বরূপ আমাদের কম্পিউটার স্লো হয়ে যায়।

কম্পিউটার যেন স্লো না হয় সেজন্য করণীয়:

এতোক্ষণ তো জানলেন আপনার কম্পিউটার কেন স্লো হয় তার কারণ এবং প্রতিকার এখন চলুন জেনে নিই আপনার কম্পিউটার যেন স্লো না হয় সে জন্য আপনার করণীয় ।‌

  • জ্যাংক ক্লিয়ার : আপনি আপনার কম্পিউটার যদি ফাস্ট রাখতে চান‌ তাহলে আপনাকে অবশ্যই নিয়মিত জ্যাংক ফাইল ক্লিয়ার করতে হবে । এবং প্রয়োজনে একটি জ্যাংক ফাইল ক্লিনার সফটওয়্যার রাখতে পারেন ।
  • এন্টি ভাইরাস সফটওয়্যার: অনেক সময় আমাদের কম্পিউটারে ভাইরাস থাকার কারণে আমাদের কম্পিউটার স্লো হয়ে যায় । তাই আমাদের কম্পিউটার ফাস্ট রাখার জন্য আমাদের অবশ্যই একটি এন্টি ভাইরাস সফটওয়্যার রাখতে হবে যেন আমদের কম্পিউটারে কোনো ভাইরাস থাকতে না পারে ।
  • প্রয়োজন শেষে অপ্রযোজনীয় সফটওয়্যার আনইন্সটল করা
  • প্রযোজনে অতিরিক্ত হার্ডডিস্ক ব্যবহার করা ।

আশা করি আপনি এই সকল বিষয় যথার্থভাবে পালন করার মাধ্যমে খুব সহজেই আপনার কম্পিউটার ফাস্ট করতে পারবেন ।