To জন্ম নিবন্ধন সনদ সংশোধন করুন মোবাইল দিয়েই। – EM Learning Point 24

জন্ম নিবন্ধন সনদ সংশোধন করুন মোবাইল দিয়েই।

জন্ম নিবন্ধন সনদ সংশোধন করুন মোবাইল দিয়েই:

হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই। আশা করি সবাই ভাল আছেন। ইম লার্নিং পয়েন্ট এর পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। অন্যদিনের মতো আজ আপনাদের মাঝে নিয়ে আসলাম অন্য একটি গুরুত্বপূর্ণ টপিক‌ নিয়ে। তবে হ্যা আজকের টপিক টা অন্যদিনের টপিক থেকে ভিন্ন তাহলে চলুন শুরু করা যাক। আমাদের আজকের আলোচনার বিষয়টি হলো : জন্ম নিবন্ধন সনদ সংশোধন করুন মোবাইল দিয়েই। তো টপিকের নাম দেখেই আপনারা বুঝতে পেরে গেছেন যে আমরা আজ আলোচনা করতে চলেছি জন্ম নিবন্ধন সনদ সংশোধন নিয়ে। তো বন্ধুরা চলুন শুরু করা যাক আমাদের আজকের টপিক টি নিয়ে ।

জন্ম নিবন্ধন সনদ কি ? 

জন্ম নিবন্ধন সনদ মানুষের মৌলিক অধিকারের সনদ বলা যায়। জন্ম নিবন্ধন সনদ হলো কোনো শিশু জন্মানোর পর তার তথ্য সংরক্ষণ করা। এটি একটা শিশুর মৌলিক অধিকার বলা যায়, কারণ এটির মাধ্যমেই শিশুর মৌলিক অধিকারের অন্তর্ভুক্ত নাগরিকত্ব নির্ণয় করা হয়।

যেভাবে জন্ম নিবন্ধন সনদ সংশোধন করবেন মোবাইল দিয়ে:

১. প্রথমে আপনি যেকোনো একটি ব্রাউজার বেছে নিন এবার । আপনি চাইলে ক্রম ব্রাউজার নিতে পারেন কারণ এটা অনেক আরামদায়ক। তো ব্রাউজার বেছে নেওয়ার পর সার্চ করূন bdric.gov.bd ।

আপনাদের সুবিধার্থে লিংকটি দেওয়া হলো। এখানে ক্লিক করুনhttps://bdris.gov.bd/br/application

২. এবার ডানপাশে মেনুবার থেকে জন্ম নিবন্ধন অপশনটি সিলেক্ট করুন। এবার জন্ম নিবন্ধন সংশোধনে ক্লিক‌ করুন ।‌‌‌‌‌‌‌‌

এবার যে পেইজ আসবে সেখানে আপনার জন্ম দিন দিয়ে অনুসন্ধানে ক্লিক করুন।

৩. এবার এখানে আপনার তথ্যগুলো দেখাবে। ডানপাশে দেখবেন লেখা আছে ” আপনি কি নিশ্চিত ” এটা এ ক্লিক করে কনফার্ম বোতাম এ ক্লিক করুন। এরপর আপনার সামনে আরো একটি নতুন পেইজ আসবে সেখানে আপনি দেখতে পারবেন আপনাকে জন্ম নিবন্ধন সনদ সংশোধন করার জন্য আপনাকে আপনার ঠিকানা নির্বাচন করতে বলবে । সঠিকভাবে ঠিকানা দিয়ে পরবর্তী এ ক্লিক করুন।

৪. এবার আপনাকে নতুন একটি পেইজে নিয়ে যাবে যেখানে আপনাকে দেখাবে যে আপনি সর্বোচ্চ ৪ বার আপনার জন্ম নিবন্ধন সনদ সংশোধন করতে পারবেন। এবার নিচের দিকে দেখবেন লেখা আছে বিষয় নির্বাচন করূন। এখানে ক্লিক দিয়ে আপনি আপনার বিষয়টি নির্বাচন করূন। আপনার বিষয়টি হলো : জন্ম নিবন্ধন সনদ সংশোধন।‌‌ যদি কারো একাধিক তথ্য ভুল থাকে তাহলে সেক্ষেত্রে সংশোধন করার জন্য ক্লিক করুন আরো তথ্য সংশোধন। এবার এখান থেকে আপনার যে বিষয়গুলো সংশোধন করা লাগবে সেগুলো নির্বাচন করুন।

আরো পড়তে পারেন: Nid কার্ডের ভুল তথ্য সংশোধন করুন বাড়িতে বসেই

৫. এবার চাহিত তথ্যে আপনার সঠিক নামটি দিবেন । লেখার ক্ষেত্রে একটু সতর্ক থাকতে হবে। এবার নিচের দিকে জন্ম স্থানের ঠিকানা দিয়ে দিবেন সঠিকভাবে। এবং একটি সঠিক মোবাইল নম্বর ও ইমেইল ঠিকানা দিবেন।কারণ আপনাকে সকল তথ্য দেওয়া হবে এখানে।

৬.তথ্যগুলো দেবার পর নিচের দিকে দেখবেন সংযোজন করুন বলে একটা অপশন আছে।‌‌‌‌‌‌‌‌‌‌‌এখানে ক্লিক  করে আপনাকে আপনার সঠিক তথ্যের একটি কাগজ ( এন আইডি কার্ড, সার্টিফিকেট) এমন তথ্যের ছবি তুলে সাবমিট করতে হবে।‌‌

৭. নিচের দিকে গিয়ে পেইমেন্টের মাধ্যম দেখতে পারবেন। এখানে ফি আদায় এ ক্লিক করুন। এবং সাবমিটে ক্লিক করুন। এবার আপনাকে দেখাবে যে আপনার আবেদন সফল হয়েছে এবং নিচের দিকে একটি নাম্বার দেখাবে এটি সংরক্ষণ করুন ভবিষ্যত প্রয়োজনের জন্য।

৮. এবার আপনাকে আপনার ইউনিয়ন পরিষদে গিয়ে আবেদনের নম্বর টি বলে একটি প্রিন্ট বের করে চেয়ারম্যান অথবা মেয়রের সিলসহ সত্যায়িত করে নিতে হবে।‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌ এভাবে আপনি বাড়িতে বসেই আপনার জন্ম নিবন্ধন সনদ সংশোধন করতে পারবেন আপনার মোবাইল দিয়েই।

 

তো বন্ধুরা আশা করি আমাদের আজকের টিপস আপনাদের ভালো লেগেছে এবং আপনার জন্য উপকারী ।‌‌‌‌‌‌‌‌‌‌তো এমন  নিত্যনতুন টিপস পেতে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ সকলকে

লেখা: লাবণি ইয়াসমিন পূজা। তথ্য: bdris