মোবাইলে ভিডিও এডিটিং করার ৫ টি সেরা সফটওয়্যার

নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই ! আশা করি সবাই ভালো আছেন। সবাইকে জানাই emlearningpoint24.com এর পক্ষ থেকে শুভেচ্ছা। প্রতিদিনের ন্যায় আমি আজকে আপনাদের মাঝে শেয়ার করবো আমাদের অন্যতম গুরুত্বপূর্ণ একটি টপিক ” মোবাইলে ভিডিও এডিটিং করার ৫ কি সেরা সফটওয়্যার” । আমি আশিক আছি আপনাদের সাথে আজকে পুরোটা সময় আপনাদের সাথে। আজ আপনাদের জানাবো সেরা পাঁচটা মোবাইল সফটওয়্যার যা আপনার ভিডিও এডিটিং করার জন্য অত্যন্ত প্রয়োজনীয়। তাহলে চলুন শুরু করা যাক আমাদের আজকের ব্লগ ” মোবাইলে ভিডিও এডিটিং করার ৫ টি সেরা সফটওয়্যার” ।

বর্তমানে ভিডিও এডিটিং এবং কন্টেন্ট মেকিং অত্যন্ত জনপ্রিয়তা লাভ করছে। এখন প্রায় প্রতিটি মানুষ ই ভিডিও কন্টেন্টের মাধ্যমে তাদের সকল সমস্যার সমাধান খোঁজেন । আর এর পাশাপাশি ভিডিও এডিটিং ও কন্টেন্ট মেকিং করে মানুষ বর্তমানে প্রচুর টাকা ইনকাম করছে স্যোসাল মিডিযার থেকে। এখন উঠতি বয়সের তরুণ প্রজন্ম এটির দিকে বিশেষ নজর দিচ্ছে এবং প্রায় সবই ই এখন কম বেশি ভিডিও এডিটিং করছে । এটি দেখে আপনার ও হয়তো ইচ্ছা করে একটু ইডিটিং করার কিন্তু আপনি ভাবেন যে এডিটিং করার জন্য হয়তো ভালো পিসি / ল্যাপটপ দরকার হয় । কিন্তু সত্য বলতে বর্তমান সময়ে আপনি চাইলে আপনার হাতে থাকা মোবাইলটি দিয়ে এডিটিং করে তাক লাগিয়ে দিতে পারেন আপনার আশেপাশের বন্ধুদেরকে ।আপনি চাইলেই মোবাইল দিয়েই উন্নত কোয়ালিটির ভিডিও তৈরী করতে পারবেন ।

ভিডিও এডিটিং সফটওয়্যার কেনো প্রয়োজন:

মূলত আপনার ভিডিওটিকে দর্শকদের কাছে আকর্ষণীয় করে তোলার জন্য আপনার ভিডিও এডিটিং সফটওয়্যার প্রয়োজন। আপনার কাছে হয়তো অনেক সময় অনেক দামি মোবাইল অথবা ক্যামেরা না থাকতে পারে কিন্তু আপনার ভিডিও নিয়ে ব্লগিং করা শখ তখন এই এডিটিং সফটওয়্যার আপনাকে সহায়তা করবে। এডিটিং সফটওয়্যার দিয়ে আপনি চাইলে সহজেই আপনার ফোনে ধারণকৃত ভিডিও এডিটিং করে উন্নত মানের ভিডিওতে পরিণত করতে পারবেন । এডিটিং সফটওয়্যারটি মূলত ইউটিউবার , ফেসবুক ভিডিও ক্রিয়েটরদের জন্য অত্যন্ত প্রয়োজনীয়। এটি ব্যবহার করে তারা তাদের কন্টেন্ট আকর্ষণীয় করে তুলে দর্শকদের কাছে । সুতরাং আপনি যদি একজন নতুন কন্টেন্ট ক্রিয়েটর হয় তাহলে আপনাকে অবশ্যই ভিডিও এডিটিং সফটওয়্যার ব্যবহার করতে হবে । ভিডিও এডিটিং সফটওয়্যার দিয়ে আপনি বিভিন্ন রকম কিছু করতে পারবেন যেমন: ভিডিওর ইফেক্ট পরিবর্তন করা , রং পরিবর্তন করা ।‌‌‌এনিমেশন তৈরীর করা , ফানি ভিডিও তৈরী করা ।

। ভিডিও এডিটিং করার জন্য যা প্রয়োজন:

  • ক্যামেরা : ভিডিও এডিটিং করার জন্য আপনাকে প্রথমে একটি ক্যামেরা ম্যানেজ করতে হবে ভিডিও ধারণ করার জন্য । আপনি চাইলে আপনার বাজেটের ভেতর একটি ডি এস এল আর ক্যামেরা কিনতে পারেন অথবা আপনার মোবাইলে থাকা ক্যামেরা ব্যবহার করতে পারেন ।
  • কন্টেন্ট আইডিয়া : আপনি যখন ভিডিও এডিটিং করতে যাবেন আপনার অবশ্যই একটি নির্দিষ্ট কন্টেন্ট নিয়ে কাজ করতে হবে এর জন্য আপনাকে প্রথমে একটি নির্দিষ্ট বিষয়ের উপর স্ক্রিপ্ট লিখতে হবে এবং সেই সাথে ভিডিও ধারণ করতে হবে ।
  • এডিটিং সফটওয়্যার : এবার আপনার ভিডিও কোয়ালিটি ভালো করার জন্য এডিটিং সফটওয়্যার দিয়ে এডিট করতে হবে । আপনি বিভিন্ন প্রকার এডিটিং সফটওয়্যার পাবেন তার ভেতর উল্লেখযোগ্য কিছু সফটওয়্যারের নাম এবং বিবরণ আপনাকে দেওয়া হবে ।

ভিডিও এডিটিং কিছু সফটওয়্যার ও ব্যবহার:

  • ১. Flimorago : এটি ভিডিও এডিটিং করার জন্য একটি শক্তিশালী সফটওয়্যার। এটির মাধ্যমে আপনি সহজেই ভিডিও এডিট , এনিমেশন তৈরী , টামপ্লেট ব্যবহার , মিউজিক যোগ, ভিডিও টাইটেল যোগ করতে পারবেন । এবং এটির আরেকটি সুবিধা হলো আপনি সহজেই এই আ্যাপটি বিনামূল্যে ব্যবহার করতে পারবেন ।
  • Viva Video editor: এটি আরেকটি চমৎকার একটি সফটওয়্যার।‌‌‌এটির মাধ্যমে আপনি বিভিন্ন কোয়ালিটি সম্পন্ন ভিডিও তৈরীর করতে পারবেন এবং সেখানে এডিটিং সহ উপরের সকল ফিচার ব্যবহার করতে পারবেন । এছাড়াও বিভিন্ন ত্রিমাত্রিক ভিডিও বানাতে ও ব্যাক গ্রাউন্ড যোগ করতে পারবেন ।‌‌প্রফেশনাল ভিডিও তৈরীর করার জন্য এটি দারুন একটি সফটওয়্যার।
  • Kine master pro : এটি জনপ্রিয় সফটওয়্যারগুলোর ভেতর একটি এটি দিয়ে ভিডিওর এন্ট্রো তৈরী, এনিমেশন তৈরী, ফানি ভিডিও তৈরী, ব্যানার তৈরী সহ অন্যান্য কাজ করতে পারবেন খুব সহজেই । এছাড়াও এই সফটওয়্যার দিয়ে আপনি টেক্সট দেওয়া , ইফেক্ট‌ দেওয়া সহ নানা রকম কাজ করতে পারবেন ।
  • Light room photo & video editor: অনেকগুলো সফটওয়্যার এর ভেতর এটি স্থান দখল করে নিয়েছে প্রফেশনাল ভিডিও এডিটরদের কাছে এটির ফিচারগুলো অন্যান্য সফটওয়্যারের ফিচারগুলোর তুলনায় একটু আলাদা । এটির মাধ্যমে সকল কাজ করা যাবে একটি সফটওয়্যারের মাধ্যমেই সাথে বিভিন্ন টামপ্লেট তো ব্যবহার করা যাবেই ।
  • Quick Editor: এটি মূলত ফোন দিয়ে ভিডিও এডিটিং করার জন্য উপযোগী। আপনি যদি প্রথম ফোন দিয়ে ভিডিও এডিটিং করতে চান তাহলে আপনার জন্য এটি একটি উপযোগী সফটওয়্যার এবং এটির মাধ্যমে আপনি আপনার দক্ষতা বাড়াতে পারবেন ।

এই সফটওয়্যার গুলো দিয়েই আপনি চাইলেই আপনার ভিডিও প্রফেশনাল এডিটরদের মতো করতে পারবেন।

আশা করি বন্ধুরা আমাদের আজকের ব্লগ পোষ্টটি আপনাদের ভালোই লেগেছে। আমাদের সাথেই থাকুন পরবর্তী ব্লগের জন্য। সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি। আবারো দেখা হবে আপনাদের সাথে নতুন কোনো গুরুত্বপূর্ণ ব্লগ পোষ্ট নিয়ে । আমাদের সাথেই থাকুন