হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা আপনাদের দেখাবো ফ্রিল্যান্সিং করার জন্য সেরা ল্যাপটপ । আমি আলী রিয়াজ আছি আপনাদের সাথে। তাহলে চলুন শুরু করা।
ফ্রিল্যান্সিং হলো বর্তমান বিশ্বে অন্যতম যেখানে অনলাইনে ইনকাম করা যায় বাড়িতে বসেই, কোনো অফিস বা অন্য কোনো চাকরির না করেই। আপনি নিশ্চয়ই জানেন যে , বর্তমান সময়ে ফ্রিল্যান্সিং করে লক্ষ লক্ষ টাকা ইনকাম করছেন আমাদের দেশের ফ্রিল্যান্সাররা। তো আপনি যদি ফ্রিল্যান্সিং শুরু করতে চান তাহলে আপনাকে প্রথমেই একটি কোর্স করার পাশাপাশি একটি উন্নত মানের ল্যাপটপ প্রয়োজন। তো আপনারা অনেক সময় দ্বিধা দ্বন্ধে পড়ে যান মে, কোন ধরনের ল্যাপটপ কিনবেন। হয়তো অনেক সময় কোনো কিছু না জেনেই আপনারা একটি ল্যাপটপ কিনে ফেলেন । কিন্তু পরবর্তীতে দেখেন যে, আপনার কাজটি করার জন্য ল্যাপটপটি উপযোগী নয় তখন আপনার অনেক খারাপ লাগে। তো আজ আপনাদের সামনে আজ আমরা আপনাদের কয়েকটি ল্যাপটপ দেখাবো যেগুলো হতে পারে আপনার ফ্রিল্যান্সার হওয়ার স্বপ্ন পূরণের সঙ্গী।
আপনার সাশ্রয়ী মূল্যে একটি ল্যাপটপ হলো : Dell Inspiron 15 3501 Core i3 10th Gen 15.6″ HD Laptop with Windows 10
Product Name | Deteails of Product | ||
Dell Inspiron 15 3501 | HD Laptop with Windows 10 | ||
processor | Intel Core i3-1005G1 Processor (4M Cache, 1.20 GHz up to 3.40 GHz) | ||
Display | 15.6-inch HD (1366×768) Anti-Glare Display | ||
Memory | 4GB DDR4 3200MHz RAM | ||
Stroge | 1TB HDD | ||
Graphics | Intel UHD Graphics | ||
Operating System | Windows 10 | ||
Battery | 42Wh battery | ||
Key Board | Standard Keyboard | ||
Card Reader | 1 x SD Card Reader | ||
USB | 1 x USB 2.0 Gen 1 Type-A 2 x USB 3.2 Gen 1 Type-A | ||
Demenitions | Height: 18.0 mm – 19.9 mm (0.71-0.78) Width: 363.96 mm (14.33) Depth: 249 mm (9.80) | ||
Weight | 2.2 kg | ||
Colour | Black,Silver,Blue | ||
Bluetooth | Yes | ||
HDXI | 1 x HDMI 1.4b | ||
Extra M.2 Solt | Yes | ||
Supported SSD | m.2 NVMe ssd | ||
Optical Drive | No | ||
Extra Ram slot | Yes | ||
wifi | yes | ||
Audio | 1 combo headphone / microphone jack | ||
Key features | Intel Core i3-1005G1 Processor (4M Cache, 1.20 GHz up to 3.40 GHz) | ||
Warrenty | 02 Years Warranty (Battery and Adapter 2 Years) |
এখানে দেখানো ল্যাপটিতে আছে itel core i-13 এর প্রসেসর , যা আমাদের কেনা ল্যাপটপটিকে সবসময় রাখবে দ্রতগতি সম্পন্ন। এছাড়াও ল্যাপটিতে থাকছে ১ টিবি মেমোরি, যা আমাদের বিভিন্ন ডেটা সংরক্ষিত রাখতে সহায়তা করবে। এছাড়াও ল্যাপটপটিতে ২ বছর গ্যারান্টি তো থাকছেই।এছাড়াও থাকছে ডিসকাউন্ট, আপনি চাইলে মাসে মাসে টাকা দিতে পারবেন। ল্যাপটপটির মোট মূল্য : ৪৩,৮০০। আপনি চাইলে প্রতিমাসে ৭৮৪৮ টাকা দিয়ে ৬ মাসে এ কিস্তি পরিশোধ করার সুযোগ পাবেন।
জেনে নিন:। অনলাইনে ট্রেনের টিকিট কাটবেন যেভাবে ।
আপনি চাইলে অন্য কোম্পানির একটি ল্যাপটপ ও কিনতে পারেন। তবে সেক্ষেত্রে কয়েকটি ব্যাপার অবশ্যই দেখে নেবেন । যেমন: ডিস্পেলে,প্রসেসর,ব্যাটারি,মেমোরি এবং স্টগরেগ(stroge)।
প্রেসসর:
কেনার সময় প্রেসেসর টি একটু হাই কন্মিনেশনের কিনবেন। কারণ এটা আপনার ল্যাপটপের স্পিড নিয়ে কথা। আপনি চাইলে উপরে দেখানো প্রসেসরের মতো একটি কিনতে পারেন।
ব্যাটারি:
কেনার সময় ব্যাটারির ব্যাপারটি মাথায় রাখবেন, কারণ ল্যাপটপের প্রধান ২ টা সুবিধা হলো : বহনযোগ্যতা এবং বিদ্যুৎ ছাড়া ব্যবহার। তো এটার জন্য আপনাকে ব্যাটারির দিকে একটু মনোযোগ দিতে হবে। ব্যাটারিটা যেন একটু ভালো কোয়ালিটির হয় সেদিকে লক্ষ রাখবেন।
মেমোরি:
মেমোরি ধারণ ক্ষমতা বেশি এমন ল্যাপটপ কিনবেন।
তো বন্ধুরা আজ এই পর্যন্তই। আশা করি আজকের টপিক টি আপনাদের ভালো লেগেছে। এমন সুন্দর সুন্দর টপিক পেতে আমাদের সাথেই থাকুন।