ফেসবুক থেকে ইনকাম করার সহজ উপায় !-২০২৩

  • হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই, আশা করি সবাই ভাল আছেন। সবাই স্বাগতম আমাদের ওয়েবসাইটে। আজ আপনাদের মাঝে শেয়ার করতে চলেছি খুব গুরুত্বপূর্ণ একটি টপিক ” ফেসবুক থেকে ইনকাম করার সহজ উপায় ” । আজ আপনাদের সাথে আছি আমি অনন্যা ঐশি , তো চলুন শুরু করি আমাদের আজকের টপিক নিয়ে। শুরূ করার আগে চলুন জেনে নিই এ সম্পর্কে কিছু তথ্য।
  • ইতিহাস :২০০৪ সালের ৪ঠা ফেব্রুয়ারি মার্ক জুকারবার্গ ও তার সহযোগীরা মিলে আজকের সবচেয়ে জনপ্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যম তৈরি করে। কিন্তু বর্তমানে এই মাধ্যমটা এতটাই জনপ্রিয় যে এটা হয়ে উঠেছে ব্যবসার এক অনন্য মাধ্যম। এছাড়াও রয়েছে নানা ইনকামের সুযোগ।। এখন জানবো ইনকাম করার সুযোগ।

ইনস্টান্ড আর্টিকেল থেকে ইনকাম করার সুযোগ:

  • বন্ধুরা ইনস্টান্ড আর্টিকেল ( Facebook instand article) থেকে ইনকামের সুযোগ রয়েছে। বর্তমানে ফেসবুকে রয়েছে ইনকামের নানা রকম সুযোগ তার মধ্যে এটি অন্যতম। এটা করার জন্য আপনাদের দরকার একটি সুন্দর ওয়েবসাইট যেখানে আপনারা আপনাদের আর্টিকেল লিখে ইনকাম করতে পারবেন।ইনকাম করার জন্য আপনার ওয়েবসাইটে কমপক্ষে ১০০০০+ ভিজিটর থাকা লাগবে । ভিজিটর বেশি থাকার পর আপনি ফেসবুকে ইনকাম করার জন্য ফেসবুকে আবেদন করতে পারবেন । আবেদন করার জন্য আপনাকে প্রথমে ডোমেইন ক্লেইম করতে হবে । ক্লেইম করার পর আপনাকে অপেক্ষা করতে হবে অনুমতি পাওয়ার পর। অনুমতি পাওয়ার পর আপনি সেখান থেকে ভালো পরিমান ইনকাম ও করতে পারবেন।

স্টিমিং থেকে ইনকাম:

  • এটা মুলত একটি ভিডিও বানিয়ে ইনকাম বলা‌ যায়। এখানে ভিডিও বানিয়ে মনিটাইজ করে ইনকাম করা সম্ভব।‌‌‌এটা করার জন্য আপনার প্রথমে দরকার একটি ফেসবুক পেইজ । তবে ফেসবুক থেকে ইনকাম করার জন্য আপনাকে আপনার ফেসবুক পেইজে কমপক্ষে ১০০০০ ফলোয়ার থাকতে হবে এবং ৩ মাসের ভিতর আপনাকে ফেসবূকের শর্ত সাপেক্ষে পূর্ণ করে আবেদন করতে হবে। আবেদন করার পর আপনি যদি উপযুক্ত হন তাহলে আপনি সেখান থেকে ইনকাম করার সুযোগ পাবেন। তবে আপনার কন্টেন্টে কোনো কপিরাইট ক্লেইম থাকা চলবে না। আপনাকে আপনার নিজের কন্টেন্ট বানাতে হবে।আপনি চাইলে এবং একটু পরিশ্রম করলে আপনি ভালো পরিমান ইনকাম করতে পারবেন ফেসবুকের মাধ্যমে।এছাড়াও ফেসবুক লাইভ করেও ইনকাম করতে পারবেন

আরো পড়ুন:। অনলাইন থেকে ইনকাম করুন সহজেই !

ফেসবুকে স্ট্রিমিং থেকে ইনকাম করার জন্য যেসব বিষয়গুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ:

  • ভিউজ: আপনার ভিডিও গুলোতে কমপক্ষে ৩০০০০ ভিউজ থাকতে হবে ।এবং ভিডিওগুলো কমপক্ষে ১ মিনিটের হতে হবে।
  • ফলোযার: আপনার পেইজে ১০০০০ লাইক / ফলোয়ার থাকতে হবে।এবং এটা ৩ মাসের মধ্যেই হতে হবে।
  • পলিসি: আপনার ভিডিওগুলো অবশ্যই পলিসি মেনে চলে এমন ভিডিও বানাতে হবে। ফেসবুক পলিসি মেনে চলে না এমন ভিডিও দেওয়া যাবে না।

ফেসবুক গ্রুপ থেকে ইনকাম:

  • বর্তমানে মেটা / ফেসবুক তাদের কন্টেন্ট ক্রিয়েটরদের জন্য ফেসবুক থেকে ইনকাম করার সুযোগ রেখেছে।এখন তারা ফেসবুক গ্রুপ থেকেও ইনকাম করার সুযোগ দিয়েছে। এটার জন্য নির্দিষ্ট পরিমান একটা মেম্বর থাকা লাগবে গ্রুপে এবং এক্টিভ মেম্বর হোলে , ইনকামের জন্য আবেদন করতে পারবেন।‌‌‌এটা করার জন্য অবশ্যই পলিসি মেনে কাজ করতে হবে।

ফেসবুকে বিজনেস করে ইনকাম:

  • যারা ব্যবসা করেন তাদের জন্য একটা বড় সুযোগ হলো ফেসবুক। বর্তমানে অনলাইনে কেনা কাটার পরিমান বৃদ্ধি পাচ্ছে , তাই এই সুযোগ কাজে লাগিয়ে আপনি চাইলে আপনার ব্যবসাকে প্রসার করতে পারেন। ফেসবুক ব্যবসা করার সুবিধা অনেক এখানে স্বল্প খরচে এবং সময়ে আপনি চাইলে বিক্রয় বৃদ্ধি করতে পারবেন আপনার ব্যবসার। আপনি যদি অনলাইনে ব্যবসা করতে চান তাহলে ফেসবুক আপনার জন্য সেরা মাধ্যম।

ভিডিও / রিল :

  • ২০২৩ সালে এসে ফেসবুক ইউজার দের জন্য আরেকটি অপশন চালু করেছে সেটি হলো ডিজিটাল ক্রিয়েটর। এখন চাইলে আপনিও আপনার আইডি থেকে প্রফেশনাল মুড অপেন করে ভিডিও আপলোড করে ইনকাম করতে পারবেন । আপনি খুব সহজেই ফেসবুক প্রদত্ত শর্ত পূরণ সাপেক্ষে ইনকাম শুরু করতে পারবেন একটি নির্দিষ্ট পরিমাণ ফলোয়ার এবং নির্দিষ্ট পরিমাণ ভিউজ অর্জন করে। তবে এটি আপনাকে অবশ্যই একটি নির্দিষ্ট সময়ের মাঝে করতে হবে ।এবং এটি পূর্ণ হলে আপনি আপনার ভিডিও এবং শর্ট রিলি থেকে ইনকাম শুরু করতে পারবেন এবং মাসিক একটা নির্দিষ্ট পরিমাণ ইনকাম করতে পারবেন । আপনি আপনার ইনকাম ব্যাংক একাউন্টের মাধ্যমেই নিতে পারবেন।

তো আজ এই পর্যন্তই।‌‌‌আশা করি আমাদের আজকের টপিক টি আপনাদের ভালো লেগেছে, আমাদের সাথেই থাকুন।এমন সুন্দর সুন্দর টপিক পেতে।