জেনে নিন ভালো মোবাইল চেনার উপায়

  • নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই , আশা করি সবাই ভালোই আছেন। আবারো আপনাদের মাঝে চলে আসলাম নতুন একটি টপিক নিয়ে । আজ আপনাদের সাথে আছি আমি রাহুল সেন। তো আজ আমি আপনাদের দেখাবো কিভাবে খুব সহজেই একটা মোবাইল ফোন কেমন এ সম্পর্কে জানতে পারবেন। তাহলে নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে আমাদের আজকের টপিকের নাম হলো : ভালো মোবাইল চেনার উপায়।তাহলে চলুন শুরু করা যাক আমাদের আজকের টপিক নিয়ে।

মোবাইল কেনার আগে অবশ্যই যে জিনিসগুলো মাথায় রাখবেন:

  • বর্তমানে আমাদের সবার কাছেই মোটামুটি একটা মোবাইল থাকে। ১৫ বছরের ছেলে থেকে শুরু করে ৫০ বছরের সবার কাছে। তাদের অনেকেই কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় না জেনেই মোবাইল কিনেছেন। কিন্তু একটি মোবাইল কেনার আগে অবশ্যই আমাদের কয়েকটি বিষয়ে ধারণা থাকলে ভালো হয়। আর বর্তমানে বাজারে নানা ধরনের মোবাইল ফোন আছে। বিভিন্ন কোম্পানি তাদের আনা মোবাইল ফোন দিয়ে ব্যবসা করছে। এদের মাঝে রিয়েলম(realme), সিম্ফনি ( symphony), শাওমি (Xiomi), স্যামসাং(Samsung) অন্যতম । এর প্রতি নিয়ত নানা রকম মোবাইল বাজারে আনছে। তো একটি মোবাইল কেনার সময় আপনি অবশ্যই যে জিনিসগুলো দেখে নিবেন: ব্যাটারি,প্রসেসর,,ডিস্পেলে ইত্যাদি।এখন চলুন জেনে নেওয়া যাক ,

ভালো মোবাইল চেনার উপায়:

  • ভালো মোবাইল চেনার উপায় এ ক্ষেত্রে আপনাকে কয়েকটি বিষয়ের প্রতি অবশ্যই লক্ষ্য রাখতে হবে। কারণ কয়েকটি বিষয়ের উপর নির্ভর করে আপনার মোবাইল টি ভালো সার্ভিস দিবে নাকি ভালো সার্ভিস দিবে না । তাই মোবাইল কেনার আগে নিচে উল্লেখ করা বিষয়গুলো লক্ষ্য রেখে কিনবেন । তাহলে চলুন জেনে নিই গুরুত্বপূর্ণ সেই বিষয়গুলো:

ব্যাটারি:

  • একটি মোবাইলের ব্যাটারি খুব গুরুত্বপূর্ণ একটি ভূমিকা রাখে। কারণ ব্যাটারির মাধ্যমে আমরা আমাদের মোবাইলটি দীর্ঘ সময় ধরে চালাতে পারি। তো একটি মোবাইল কেনার সময় অবশ্যই লক্ষ্য রাখবেন ব্যাটারির প্রতি ,যেন ব্যাটারিটা একটি নির্দিষ্ট আ্যাম্পিয়ারের ভিতরে হয়। যেন আপনার মোবাইলটি ভালো ব্র্যাক আপ দেয় সে জন্য অবশ্যই আপনি একটি নির্দিষ্ট আ্যাম্পিয়ারের ব্যাটারি কিনবেন। তবে ভালো মানের ব্যাটারি বলতে ৫০০০-৬০০০ আ্যাম্পিয়ারের ব্যাটারি মোটামুটি ভালো ।তো আপনি চাইলে এমন একটি মোবাইল কিনতে পারেন।

আরো পড়ুন: অনলাইনে ট্রেনের টিকিট কাটবেন যেভাবে ।

প্রসেসরঃ

  • একটি মোবাইল কেনার আগে অবশ্যই মোবাইলের যেসকল বিষয়ের প্রতি নজর দেওয়া প্রয়োজন সে বিষয়গুলোর মাঝে অন্যতম একটি হলো প্রসেসর। একটি প্রসেসর যা বলে দেয় আপনার মোবাইলটি কেমন হবে। একটি প্রসেসর ই আপনার মোবাইলের সকল কার্যক্রম নিয়ন্ত্রণ করে থাকে। আপনার মোবাইলটি যদি খুব ভালোভাবে চালাতে চান তাহলে আপনার মোবাইল কেনার সময় অবশ্যই প্রসেসরে একটু লক্ষ্য রাখবেন। যেন প্রসেসর টি একটি ভালো কোমরপানি এবং উন্নতমানের হয়।আপনি যদি গেমিং করতে ভালোবাসেন তাহলে আপনি একটি গেমিং প্রসেসর নির্বাচন করবেন। যেমন: Helio G-85 . এছাড়াও আপনি অন্য কিছু প্রসেসর নিতে পারেন । যেমন: Helio G-95, 12700F ইত্যাদি।

ডিসপ্লে ও সাইজ :

  • মোবাইল কেনার সময় ডিস্পেলে দেখে নেওয়া খুব জরুরী কারণ ডিস্পেলে ভালো হলে আপনার ভিডিও কোয়ালিটি খুব ভালো হবে। এছাড়াও ডিস্পেলে ভালো হলে আপনার মোবাইলটি হয়ে উঠবে আরো প্রাণবন্ত। আর ডিসপ্লের সাইজ টা একটু বড় দেখে নিবেন কারণ এতে আপনার কাজ করতে অনেক সুবিধা হবে। আপনি একটি মিনিমাম রেঞ্জের ডিসপ্লে নিতে পারেন ৫.৫”-৬.৫” এটা একটা মিনিমাম সাইজের ডিসপ্লে।

মোবাইল জেনারেল:

  • আপনি যখন ই মোবাইল কিনতে যাবেন , তখন ই আপনার একটি বিষয় অবশ্যই মাথায় রাখতে হবে , সেটা হলো জেনারেশন। আপনার মোবাইলটি কোন জেনারেশনের সেটা অবশ্যই দেখে নেবেন। আমাদের দেশে ৪ জি সার্ভিস চালু আছে তাই মোবাইল কেনার সময় অবশ্যই আপনাকে একটি ৪জি মোবাইল কেনার চেষ্টা করতে হবে ।‌‌‌‌‌‌‌‌‌ এতে আপনি সুন্দর সার্ভিস উপভোগ করতে পারবেন।

ক্যামেরা পারফরম্যান্স:

  • মোবাইল কেনার সময় আরেকটি ব্যাপার আপনাকে অবশ্যই মনে রাখতে হবে সেটা হলো ক্যামেরা। কারণ আমাদের বর্তমান প্রয়োজনে প্রায় সময়ই আমাদের মোবাইলের সাথে একটি ক্যামেরা প্রয়োজন হয়। এ ক্যামেরা আমাদের দৈনন্দিন জীবনে নানা প্রয়োজন মেটাতে কাজে লাগে। তাই মোবাইল কেনার সময় আমাদের অবশ্যই একটু ভালো ক্যামেরা দেখে মোবাইল কেনা উচিত।

মোবাইল স্টোগেজ :

  • আমাদের মোবাইল কেনার সময় আর একটি বিষয় অবশ্যই মাথায় রাখতে হবে সেটা হলো মোবাইল স্ট্রোগেজ।অর্থাৎ (Raam/ROM) একটু ভালো দেখে কিনতে হবে। কারণ এটা আমাদের মোবাইলের একটি অংশ যা আমাদের মোবাইলের সকল তথ্য রাখার একটি নির্দিষ্ট জায়গা। তাই আমাদের কমপক্ষে ৬৪ জিবি দেখে এটা কেনা উচিত !

আশা করি আমাদের আজকের টপিক আপনাদের ভালো লেগেছে।তাহলে আজ এই পর্যন্তই। আমাদের সাথেই থাকুন নিত্য নতুন টপিক পাওয়ার জন্য।