জাতীয় পরিচয় পত্র আবেদন করার সঠিক নিয়ম

হ্যালো, বন্ধুরা কেমন আছেন সবাই।‌‌‌আশা করি সবাই ভাল আছেন।‌‌‌‌‌‌‌‌ আজ আমরা আপনাদের দেখাবো কিভাবে আপনি নতুন ভোটার হবার জন্য বাড়িতে বসেই আবেদন করতে পারবেন জাতীয় পরিচয় পত্রের জন্য কোনো ঝামেলা ছাড়াই অনলাইনে। তাহলে চলুন শুরু করা যাক।

কাজটি করতে যেসব তথ্য লাগবে:

  • ১. বাবা-মায়ের জাতীয় পরিচয় পত্রের ফটোকপি।
  • ২. সার্টিফিকেট ।
  • ৩. পাসপোর্ট সাইজের ছবি ২ কপি।

জাতীয় পরিচয় পত্রের আবেদনের নিয়মাবলী নিন্মরুপ:

  • ধাপ ১ : প্রথমে আপনি আপনার মোবাইলের ক্রোম ব্রাউজারে চলে যান। সেখানে গিয়ে আপনার সার্চ বারে একটি এড্রেস সার্চ করতে হবে।  যেটা সার্চ করবেন : service.nid.gov.bd
  • ধাপ ২: এখানে যাওয়ার পর আপনি দেখতে পারবেন লেখা আছে  ” নতুন নিবন্ধনের জন্য আবেদন করুন ” আপনি ওইটাতে ক্লিক করুন। এবং ক্লিক করার পর আপনাকে একটি ওয়েব পেজে নিয়ে যাবে। এখানে নিচের ছবিরই মতো একটি পেইজ দেখতে পারবেন। ছবিতে দেখানো ঘর গুলো সঠিকভাবে পূরণ করতে হবে সাবধানে যেনো কোনো সমস্যা না হয় পরবর্তীতে। সকল তথ্য দেবার পর এ বহাল এ ক্লিক করুন। এবার নতুন একটি পেইজে নিয়ে গেলে সেখানে আপনার মোবাইল নম্বরটি দিবেন। (কারণ এই মোবাইল নম্বরে আপনাকে ওটিপি পাঠানো হবে।)
  • ধাপ৩: আপনার ফোনে আসা কোডটি দিয়ে বহাল বাটনে ক্লিক করুন। এবং আপনাকে পরবর্তী পেইজে নিয়ে যাবে যেখানে আপনাকে আপনার ইউজার নেম ও পাসওয়ার্ড দিতে বলবে। এখানে আপনি আপনার পছন্দ মতো একটি নাম দিতে পারেন ।‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌যেমন: rana145 এবং আপনার মনে রাখার মতো একটি পাসওয়ার্ড দিন এবং নিচের ঘরে এক ই পাসওয়ার্ড দিয়ে বহাল বাটনে ক্লিক করুন।

আরো দেখুন: জন্ম নিবন্ধন সনদ সংশোধন করুন মোবাইল দিয়েই।

  • ধাপ ৪: পরবর্তী পেইজে আপনাকে দেখাবে আপনার ” সম্পূর্ণ প্রোফাইল দেখুন ” এখানে ক্লিক করলে দেখতে পারবেন যে, আপনার সকল তথ্য দেওয়ার জন্য একটি ফর্ম চলে এসেছে।এখানে প্রথমে আপনাকে আপনার নাম লিখতে হবে বাংলা এবং ইংরেজি উভয়েই ( আপনার সার্টিফিকেট অনুযায়ী) ,জন্মদিন,বাবা-মায়ের নাম দিন এবং অন্যান্য তথ্য দিয়ে ফর্মটি সঠিক ভাবে পূরণ করুন। যেমন: নামের বানান , জন্মদিন, ঠিকানা।এবং পরবর্তী বাটনে ক্লিক করুন। এখানে আপনার শিক্ষাগত যোগ্যতা দিয়ে দিবেন।
  • ধাপ-৫ : এই ধাপে আপনাকে আপনি যে তথ্য দিয়েছেন সেগুলো দেখানো হবে। যদি সব সঠিক থাকে তাহলে পরবর্তী এ ক্লিক করুন । ক্লিক করলে দেখতে পারবেন যে আপনাকে দেখাচ্ছে ” আপনার একটি আ্যাপ্লিকেশন পেন্ডিংয়ে রয়েছে এবং উপরের দিকে লেখা আছে ” ডাউনলোড করুন ” এই বাটনে ক্লিক করে আ্যাপলিকেশন ডাউনলোড করে নিন।

ডাউনলোড করার পরবর্তী কাজ:

  • ১. আ্যাপ্লিকেশনটি প্রিন্ট করে নিন‌ নিকটবর্তী কম্পিউটার এর দোকান থেকে।
  • ২. কিছু কাগজ সংযোজন করুন :
  • সার্টিফিকেট: আপনার স্কুলের যেকোনো একটি সার্টিফিকেট এর ফটোকপি করে সত্যাযিত করে নিন। সার্টিফিকেট না থাকলে এ ক্ষেত্রে প্রবেশ পত্র ব্যবহার করতে পারবেন।
  • জন্ম-নিবন্ধন: আপনার জন্ম নিবন্ধন সনদ এর একটি ফটোকপি নিয়ে সত্যায়িত করে নিন।
  • ৩. বাবা-মায়ের জাতীয় পরিচয় পত্রের ফটোকপি: আপনার বাবা- মায়ের জাতীয় পরিচয়পত্রের একটি করে ফটোকপি করে নিন।
  • ৪. ছবি: আপনার পাসপোর্ট সাইজের ছবি দরকার হবে ২ কপি।
  • ৫. নাগরিক সনদপত্র: আপনাকে আপনার ইউনিয়নের চেয়ারম্যান থেকে একটি নাগরিক সনদপত্র নিয়ে সত্যায়িত করে নিতে হবে।
  • ৬. এই সকল কাগজপত্র নিয়ে আপনি আপনার নিকটস্থ উপজেলা নির্বাচন অফিসে জমা দিয়ে আপনার কিছু ভেরিফিকেশন যেমন: আঙ্গুলের ছাপ, রেটিনা ভেরিফিকেশন এগুলো করে নিবেন।

আরো পড়ুন: Nid কার্ডের ভুল তথ্য সংশোধন করুন বাড়িতে বসেই

আশা করি আজকের টপিকটি আপনার ভালো লেগেছে। এমন সুন্দর সুন্দর টপিক পেতে আমাদের সাথেই থাকুন। সবাইকে আবারো ধন্যবাদ জানিয়ে আজকের মতো শেষ করছি।

তথ্য: লিমন হাসান।