হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই।আশা করি সবাই ভাল আছেন।আজ আপনাদের মাঝে চলে আসলাম নতুন একটি টপিক নিয়ে। আমাদের আজকের টপিক টা একটু ভিন্ন ” আমাদের আজকের টপিক ” ওয়েবসাইটে গুগল এনালাইটিক সেট আপ করার সঠিক নিয়ম। তো তাহলে চলুন শুরু করা যাক আমাদের আজকের টপিক নিয়ে। শুরু করার আগে চলুন একটু বিস্তারিত জেনে নেওয়া যাক। আজ আমি রাজু আছি আপনাদের সাথে।
আমাদের আজকের আলোচ্য বিষয় :
১. গুগল এনালাইটিক কি ?
২. গুগল এনালাইটিক কেন প্রয়োজন ?
৩. গুগল এনালাইটিক সেট আপ করার সঠিক নিয়ম ।
৪. গুগল এনালাইটিক সেট আপ না করলে কোনো সমস্যা হবে কিনা ?
আজকে এসকল বিষয়ের প্রতি সকল উত্তর দিয়ে শুরু করবো আমাদের আজকের এই টপিক টি। তাহলে চলুন প্রথমেই জেনে নিই,
গুগল এনালাইটিক কি :
গুগল এনালাইটিক হলো আমাদের ওয়েবসাইটে ভিজিটর গণণা করার একটা উপায়। আমাদের ওয়েবসাইটে প্রতিদিন ই ওয়েবসাইটে ভিজিটর আসতে থাকে। কিন্তু এ ইউজার কতগুলো এটা জানা আমাদের প্রয়োজন। আর তার জন্য গুগল খুব সহজ একটি উপায় আমাদের দেখিয়ে দিয়েছে , তা গুগল এনালাইটিক নামে পরিচিত। এটা মূলত ওয়েবসাইটে ভিজিটর গণণা করার জন্য সেরা একটি উপায়।
গুগল এনালাইটিক কেন প্রয়োজন ?
প্রথমেই বলে রাখি আপনি যদি একজন ব্লগার হয়ে থাকেন , তাহলে আপনার কয়েক টা বিষয়ে ধারণা থাকা প্রয়োজন। তার মাঝে গুগল এনালাইটিক সেট আপ অন্যতম। একজন ব্লগার হিসেবে আপনার গুগল এনালাইটিক সেট আপ থাকা অবশ্যই প্রয়োজন। এটা যেমন আপনাকে ইউজার গণণায় সহায়তা করবে পাশাপাশি আপনাকে সাহায্য করবে গুগল এডসেন্স পেতে। কারণ গুগল এডসেন্স পেতে হলে আপনাকে কয়েকটি বিষয়ে অবশ্য খেয়াল রাখতে হবে তার মাঝে গুগল এনালাইটিক সেট আপ অন্যতম। আপনার যদি গুগল এনালাইটিক সেট আপ না থাকে তাহলে আপনি কিন্তু সহজে আ্যাডসেন্স পাবেন না। তো বুঝতেই পারছেন গুগল এনালাইটিক কত গুরুত্বপূর্ণ।
গুগল এনালাইটিক সেট আপ না করলে সমস্যা হবে কিনা ?
আপনার মনে যদি এমন প্রশ্ন থাকে তাহলে আমি বলবো হ্যা সমস্যা অবশ্যই আছে। আপনার গুগল এনালাইটিক সেট আপ না থাকলে আপনি ইউজার দেখতে পারবেন না।এবং আপনার ওয়েবসাইটে অন্য ফিজার গুলো সহজে ব্যবহার করতে পারবেন না। তাই আমার সাজেশন থাকলো অবশ্যই গুগল এনালাইটিক সেট আপ করে নেবার। এবং এটা আপনার এডসেন্স একাউন্ট পেতে ও সহায়তা করবে।
এখন চলুন দেখে নেওয়া যাক গুগল একাউন্ট সেট-আপ করার সঠিক নিয়ম।
আরো পড়ুন: ফ্রিল্যান্সিং করার জন্য সেরা ল্যাপটপ !
ওয়েবসাইটে গুগল এনালাইটিক সেট আপ করার সঠিক নিয়ম

১. গুগল এনালাইটিক সেট আপ করার জন্য আপনি আপনার ওয়েবসাইট টি যে জিমেইল অ্যাকাউন্ট এ সেট আপ করতে চান এমন একটি জিমেইল নিন। মনে রাখবেন এই জিমেইল এ এডসেন্স একাউন্ট থাকলে ভালো হয়। তো জিমেইল একাউন্ট টি নেবার পর ক্রমে সার্চ করুন : গুগল এনালাইটিক। আপনার সুবিধার্থে লিংকটি নিচে দেওয়া হবে।সার্চ করে পাবার পর ওয়েবসাইটে প্রবেশ করুন।
২. ওয়েবসাইটে প্রবেশের পর start mesuring এ ক্লিক করুন এবং পরবর্তী পেইজে নিয়ে গেলে এখানে আপনার ওয়েবসাইটের নামটি দিন প্রপার্টি নেইমে। এবং নেক্সটে ক্লিক করুন।
৩.এই পেইজে আপনার দেশের নাম, টাইম জোন , কারেন্সি সেটআপ করূন।এবং Show advance অপশনে ক্লিক করেন এবং ক্রিয়েট এনলাইটিক এ ক্লিক করুন। এবং নিচে আপনার ওয়েবসাইটের নামটি দিন।


এবং নেক্সটে ক্লিক করুন। এরপরের পেইজে আপনার দেশ সিলেক্ট করবেন এবং আপনাকে পরবর্তী পেইজে নিয়ে যাবে। এখানে নিচের দিকে ক্লিক করে এডমিন অপশনে ক্লিক করে প্রপার্টি নেইম থেকে U-1422727 এমন একটি আইডি সিলেক্ট করুন । এবং ট্রাকিং ইনফো এ ক্লিক করুন। এবং একটি কোড দেখতে পারবেন ওইটা কপি করুন । এবং আপনার ওয়েবসাইটে পেস্ট করে দিন এবং আপডেট এ ক্লিক করুন। এভাবে আপনি আপনার ওয়েবসাইটে গুগল এনালাইটিক সেট আপ করতে পারবেন। আশা করি আজকের টপিক টি আপনাদের ভালো লেগেছে । আমাদের সাথেই থাকুন। আপনাদের সুবিধার্থে একটি ভিডিও দেওয়া হলো:
গুগল এনালাইটিক লিংক: https://analytics.google.com/analytics/web/provision/#/provision