আমাদের কেন জপ করা উচিত ?

  • হরে কৃষ্ণ , দাদা ও দিদিরা কেমন আছেন সবাই। আশা‌ করি সবাই ভালোই আছেন ভগবানের কৃপায়।সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।‌‌‌‌‌আজ আমরা একটি ধর্মীয় বিষয় নিয়ে আলোচনা করবো।‌‌‌‌‌‌ আমাদের আজকের বিষয় : আমাদের জপ কেন করা উচিত ।‌‌এ বিষয়ে আজকে আমরা আলোচনা করবো। প্রথমেই আমি ক্ষমা চেয়ে নিব আপনাদের কাছ থেকে কারণ আমার এ আলোচনার মাধ্যমে হয়তো ভুল হতে পারে। সবাই আমার আলোচনাটি দেখবেন কোনো ভুল হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। তাহলে চলুন শুরু করা যাক।

আজকে আমরা আলোচনা করবো :

  • ১. জপ কি ?
  • ২. জপ আমাদের অবশ্যই করণীয় কেন ?
  • ৩. এবং জপ করার নিয়ম নিয়ে।
  • জপ করার আগে করণীয় ।

তাহলে চলুন শুরূ করা যাক প্রথমেই জপ কি এটা নিয়ে

আরো পড়ুন : জন্ম নিবন্ধন সনদ সংশোধন করুন মোবাইল দিয়েই।

জপ কি ?

  • জপ বলতে কোনো কিছু উচ্চরণ করে কাউকে স্মরণ করাকে বোঝায়।‌‌‌আসলে এখানে জপ বলতে ভগবান শ্রীকৃষ্ণ কে স্মরণ করে তার নাম গুণ কীর্তন করাকে বোঝানো হয়েছে। একজন হিন্দু ধর্মাবলম্বী হিসেবে আমাদের কিছু নিয়ম কানুন মেনে চলতে হয় ।‌তার ভিতর জপ অন্যতম এবং এটা আমাদের অবশ্যই করণীয়। কিন্তু আমরা কলির জীব কালের ক্রমে এটা ভুলতে বসেছি। আমরা জপ করার কথা ভুলেই যাই।

জপ আমাদের অবশ্যই করণীয় কেন ?

  • যদি কেউ জিজ্ঞাসা করেন‌ জপ আমাদের অবশ্যই করণীয় কিনা ? তাহলে আমি বলবো হ্যা জপ আমাদের অবশ্যই করণীয়।‌‌‌যদি জিজ্ঞাসা করেন কেন‌, তাহলে সেটার বিষয়ে আমি এখন বলছি। মানুষ সৃষ্টির সেরা জীব ভগবান আমাদের সৃষ্টি করেছেন তার উত্তম সৃষ্টির মাধ্যমে। আর তিনি আমাদের সৃষ্টি করেছেন এজন্য আমরা তার কাছে চির ঋণী। আমাদের তার প্রতি অনেক দায়িত্ব আছে , আমাদের সৃষ্টি করা হয়েছে তার সেবা পূজা করার জন্য। আর তার সেবা পূজা করার সহজ উপায় হচ্ছে জপ। জটের মাধ্যমে তাকে সহজেই ডাকা যায় । আর ভগবান আমাদের সুন্দর হাত দিয়েছেন, মুখ দিয়েছেন কিন্তু আমরা যদি তা সঠিক ব্যবহার না করতে পারলাম , যদি এই মুখে তার নাম জপ করতে না পারলাম তাহলে আমাদের এই জন্ম বৃথা হয়ে যাবে। আর হিন্দু ধর্মীয় মতে মানবজীবনের প্রধান উদ্দেশ্য মুক্তি লাভ। অর্থাৎ এই জরাজীর্ণ পৃথিবীর মায়া কাটিয়ে ভগবানের সান্নিধ্য লাভ করা। যদি আমরা সান্নিধ্য লাভ না করতে পারি তাহলে আমাদের এই জীবন বৃথা হয়ে যাবে , আমাদের বারবার এই পৃথিবীতে জন্ম গ্রহণ করে এই দুঃখ ভোগ করতে হবে। তাই এই দুঃখ থেকে মুক্তি পাওয়ার একমাত্র উপায় হলো ভগবানের সান্নিধ্য লাভ। এবং তার গুণ কীর্তন করা। আমাদের কলির জীবের তার নাম গুণকীর্তন করা ছাড়া উপায় নাই ,মুক্তি পাওয়ার। তাই জপ আমাদের অবশ্যই করণীয়। যুগে যুগে ভগবান নানা অবতার রূপে অবতরণ করে আমাদের উদ্ধার করেছেন এবং পৃথিবীতে ধর্মের প্রতিষ্ঠা করেছে।‌‌এছাড়াও মহাপ্রভু বলেছেন,

শোন মিশ্র কলি যুগে নয় তপ যজ্ঞ

যেই করে কৃষ্ণ নাম তার মহাভাগ্য

তাহলে বুঝতেই পারছেন কৃষ্ণনামের মহিমা অপার।‌‌‌‌‌‌ এছাড়া আরো কথিত আছে, একবার কৃষ্ণ নামে যত পাপ হরে পাপীর সাধ্য নাই ততো পাপ করে। সুতারাং বুঝতেই পারছেন কৃষ্ণ নামের মহিমা।

জপ করার আগে করণীয়:

জপ করার আগে আপনাকে অবশ্যই কিছু জিনিস আছে যেগুলো করে নিতে হবে। যেমন: ধ্যান,আচমন,শুদ্ধবসন ইত্যাদি ।

  • ধ্যান: জপ করার আগে প্রথমে আপনাকে ভগবানের নাম জপ করে ধ্যান করে নিতে হবে এবং এক ই ভাবে গুরুদেবের ধ্যান করে নিতে হবে।
  • আচমন: আপনাকে জপ করার আগে শুদ্ধ হয়ে নিতে হবে এবং সে জন্য আপনাকে গঙ্গা জল দ্বারা আচমন করে নিতে হবে।
  • শুদ্ধবসন: জপ করতে বসার সময় আপনি যে বসন(পোষাক) পরবেন সেটি অবশ্যই শুদ্ধ হতে হবে। এতে আপনি পবিত্র অনুভব করবেন।

জপ করার সঠিক নিয়ম:

  • কোনো কিছু করার একটা সঠিক নিয়ম আছে। সেটা মেনে সেই কাজ করতে হয়।‌‌‌‌‌‌তেমন ই জপ করার ও কিছু সঠিক নিয়ম আছে। তবে আপনি প্রথমে শুরু করার ক্ষেত্রে শ্রীগুরূর প্রণাম মন্ত্র , শ্রীকৃষ্ণের প্রণাম মন্ত্র, রাধারানির প্রণাম মন্ত্র জানলেই হবে। প্রথমে শ্রীকৃষ্ণের ও রাধারানির প্রণাম মন্ত্র তারপর শ্রীগুরুর প্রণাম মন্ত্র জপ করে মালা জপ শুরু করতে হবে। মালা জপ সবসময়য় মোটা গুটির পাশ‌ থেকে শুরু করতে হবে , প্রতি গুটিতে একবার করে পূর্ণ মহামন্ত্র জপ করবেন‌। এভাবে ১০৮ টা গুটিতে জপ করবেন।

তাহলে আজ এই পর্যন্তই।‌‌‌সবাই ভালো থাকবেন।

হরে কৃষ্ণ,হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ, হরে হরে ,হরে রাম, হরে রাম ,রাম রাম ,হরে হরে ।