হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই। আশা করি সবাই ভাল আছেন। ইম লার্নিং পয়েন্ট ২৪ এর পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকে আমরা জেনে নেব কিভাবে আপনি জেনে নেবেন আপনার জিমেইল একাউন্টটি কোথায় কোথায় ব্যবহৃত হয়েছে। তাহলে চলুন শুরু করা যাক আজকের বিষয় সম্পর্কিত বিস্তারিত….
শুরু করার আগে চলুন জেনে নেওয়া যাক জিমেইল একাউন্ট সম্পর্কে কিছু তথ্য!
১. জিমেইল কি ?
২. জিমেইল কোন ধরনের কাজে লাগে ?
এখন আমরা জেনে নিব : জিমেইল কি এ সম্পর্কে।
জিমেইল : জিমেইল সাধারণ গুগল মেইল নামেই পরিচিত। এটি হলো একটা ফ্রি ওয়েবসাইট । যা গুগলের অন্তর্ভুক্ত এবং গুগল এটা নিয়ন্ত্রণ করে থাকে ।
যেসব কাজে জিমেইল অ্যাকাউন্ট ব্যবহার করা হয়: জিমেইল অ্যাকাউন্ট নানাবিধ কাজে ব্যবহার করা হয়। তার মাঝে ফেসবুক, ইউটিউব , ওয়েবসাইট অন্যতম। আমরা যেহেতু আধুনিক যুগের মানুষ তাই আমাদের সবার ই একটা জিমেইল একাউন্ট থাকা প্রয়োজন। এই জিমেইল একাউন্ট ব্যবহার করা হয় বিভিন্ন একাউন্ট খোলার জন্য। যেমন: ফেসবুক, ইউটিউব, টুইটার, ইনস্টাগ্রাম , বিভিন্ন ইনকাম করার ওয়েব সাইট, শিক্ষণীয় বিষয়ে। তাহলে বুঝতেই পারছেন যে জিমেইল অ্যাকাউন্ট আমাদের জন্য কতটা গুরুত্বপূর্ণ।
অনেক সময় হয়তো আমরা অনেক অচেনা ওয়েবসাইটে আমাদের জিমেইল অ্যাকাউন্ট লগ ইন করে আ্যাক্সেস দিয়ে থাকি তার কারণে আমাদের জিমেইল একাউন্ট হ্যাক হবার সম্ভাবনা থাকে। সম্ভাবনা থাকে আমাদের ব্যক্তিগত তথ্য হারানোর। এখন চলুন দেখে নেওয়া যাক কিভাবে আপনি জানতে পারবেন আপনি এই পর্যন্ত কতগুলো জায়গায় আপনার জিমেইল একাউন্ট লগ ইন করিয়েছেন। তাহলে চলুন শুরু করা যাক….
স্টেপ ওয়ান :
প্রথমে আপনার কম্পিউটারের জিমেইল অ্যাকাউন্ট অপশনটিতে যান। গুগল একাউন্ট এ ক্লিক করুন। যদি আপনি মোবাইল ব্যবহার করে থাকেন তাহলে জিমেইল আ্যাপে গিয়ে ডান দিকের সাইড বাটনে চাপ দিলে গুগল একাউন্ট অপশনটি দেখতে পাবেন।
স্টেপ টু : গুগল একাউন্ট ( Google Account) এ ক্লিক করুন । আপনাকে আপনার গুগল একাউন্টের পেজে নিয়ে গেলে আপনি সিকিউরিটি (security) অপশনটি দেখতে পাবেন। সিকিউরিটি অপশনে ক্লিক করুন। এবং নিয়ে দিকে যান (scroll down) । এবার আপনি দেখতে পাবেন সিঙ্গিং ইন উইথ গুগল ( Singing in with google ) ।
এই অপশনটি ক্লিক করুন । আপনাকে ভেতরের পেজে নিয়ে গেলে আপনি দেখতে পারবেন আপনার জিমেইল অ্যাকাউন্ট লগ করা হয়েছে এমন সফটওয়্যার এবং ওয়েবসাইট গুলো।
এবার আপনি চাইলে আপনার অপ্রোয়জনীয় ওয়েবসাইট অথবা আ্যাপ থেকে জিমেইল অ্যাকাউন্ট সরিয়ে(remove) করতে পারেন। সেটার জন্য আপনাকে আপনি যে আ্যাপ অথবা ওয়েবসাইট থেকে একাউন্ট সরাতে চান সেটার উপর চাপ( click) করুন। ক্লিক করলে দেখতে পারবেন রিমুভ একসেস(remove access) বলে একটা অপশন এসেছে।
এবার রিমুভ এক্সেসে ক্লিক করুন ।এভাবে আপনি আপনার জিমেইল অ্যাকাউন্ট হরিয়ে নিতে পারেন। এছাড়াও আপনি অনেক সময় হয়তো অনেক ওয়েব সাইটে আপনার পাসওয়ার্ড সেভ করে ফেলেন যার কারণে আপনাকে অপ্রোয়জনীয নোটিফিকেশন দেওয়া হয়। অথবা আপনার একাউন্ট হরতালের সম্ভাবনা ও থেকে যায়। এখন আপনি চাইলে দেখতে পারেন কোথায় কোথায় পাসওয়ার্ড সেভ দিয়েছেন।
এটা দেখার জন্য আপনি আগের মতো গুগল একাউন্টে এসে তারপর আগের মতো সিকিউরিটি (security option) এ যান। পাসওয়ার্ড মেনেজার( password manager) এ ক্লিক করুন। এবং আপনাকে আবারো একটি পেজে নিয়ে যাওয়া হবে সেখানে আপনি আপনার গুগল একাউন্টের পাসওয়ার্ড সেভ করা হয়েছে এমন সফটওয়্যার এবং ওয়েবসাইট দেখতে পাবেন। আগের মতো করে এটাও আপনি চাইলে রিমুভ করতে পারবেন।
আশা করি আজকের টপিকটি আপনার ভালো লেগেছে। আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। খুব শীঘ্রই আপনাদের মাঝে হাজির হবো এমন গুরুত্বপূর্ণ টপিক নিয়ে। ততোক্ষণ সাথেই থাকুন। ধন্যবাদ ।
লেখক: ইমন হাসান জুবায়ের ( ইম লার্নিং পয়েন্ট ২৪)