- হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করা সবাই ভালোই আছেন। আজ আপনাদের সাথে আমি আছি প্রত্যাশা। আজ আমি আপনাদের মাঝে শেয়ার করতে চলেছি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় : অনলাইন থেকে ইনকাম করুন সহজেই ।আজকের এই টপিকে আমরা আপনাদের মাঝে শেয়ার করতে চলেছি কয়েকটি ইনকাম করার উপায় সম্পর্কে। আজ আমরা আপনাদের দেখাবো কিভাবে ফেসবুক ও গুগল থেকে ইনকাম করবেন ।তাহলে চলুন শুরু করি আমাদের আজকের এই টপিক নিয়ে।প্রথমেই আমরা আলোচনা করবো গুগলের বিযষয়টি নিয়ে।
গুগল থেকে ইনকাম করার সহজ উপায় :
- আপনি যদি এটা শুনে অবাক হন।তহলে আমি বলবো এটা শুনে অবাক হবার কিছু নেই। কারণ গুগল থেকে ইনকাম করা সম্ভব। বিশ্বের অন্যতম বড় প্রতিষ্ঠান হলো গুগল ।আর তাদের ইনকামের কোনো উৎস থাকবে না এটা ভাবা যায় না। তারাও ইনকামের বিভিন্নপথ রেখেছে। গুগল থেকে ইনকামের কয়েকটি উপায় রয়েছে যেমন: ইউটিউব, গুগল এডসেন্স, ওয়েবসাইট, এডমোভ , আ্যাপ ইত্যাদি। আপনি চাইলে এগুলোর যেকোনো একটি অথবা সবগুলো থেকে খুব সহজেই ইনকাম করতে পারবেন। তো চলুনজেনে নেওয়া যাক ব্যাপার গুলো সম্পর্কে :
গুগল এডসেন্স থেকে ইনকামের উপায় :
- গুগল এডসেন্স থেকে ইনকামের জন্য আপনার প্রথমে দরকার একটি ওয়েবসাইট অথবা একটি ইউটিউব চ্যানেল। গুগল এডসেন্স হলো এমন একটি প্লাটফর্ম যেখানে আপনি খুব সহজেই অংশগ্রহণ করে মাসে কয়েক হাজার থেকে কয়েক লক্ষ টাকা ইনকাম করতে পারেন। আসলে গুগল এডসেন্স মূলত এড দেখানোর বিনিময়ে একটা এমাউন্ট তাদের ইউজারদের দিয়ে থাকে। তারা বড় বড় কম্পানিগুলোর কাছ থেকে ইনকাম করে এবং আমাদের সেই ইনকাম থেকে কিছু বেনিফীট তারা দেয়।তো ইনকাম করার প্রথমেই আপনাকে একটি ওয়েবসাইট বানাতে হবে হতে পারে সেটা ওয়ার্ডপ্রেস / ব্লগার ।
আরো পড়ুন: ব্যবসায় সফলতা পেতে যে বিষয়গুলো মেনে চলা জরুরি।
- আপনি এই ২ টার যেকোনো একটা প্লাট ফর্মে ওয়েবসাইট বানিয়ে নিতে পারেন। ওয়েবসাইট বানানোর পর আপনাকে ওয়েবসাইটে মূল্যবান কয়েকটি পোষ্ট করে গুগলের কাছে আবেদন করতে হবে আপনার ইনকাম শুরু করার জন্য।আবেদন করার জন্য আপনাকে একটি গুগল এডসেন্স একাউন্ট খুলতে হবে। একাউন্ট খোলার পর সেখানে আপনাকে আবেদন করতে হবে । যদি তারা আপনাকে অনুমতি দেয় তাহলে আপনি আপনার ওয়েবসাইট থেকে ইনকাম শুরু করতে পারবেন। তবে এই ব্যাপারটি সময় সাপেক্ষ আপনার এটা করার জন্য সময় নিয়ে কাজ করা উচিৎ।
- কিভাবে গুগল এডসেন্স একাউন্ট খুলতে হয় এ ব্যাপারে আমরা অন্য একটি পোস্ট করবো। তো আপনি অনুমতি পেয়ে গেলে তখন আপনি ইনকাম করার জন্য উপযোগী। এবং আপনি গুগল থেকে ইনকাম শুরু করতে হবে। তবে অনুমতি পেতে হলে আপনাকে অবশ্যই তাদের নীতিমালা মেনে কাজ করত হবে , আপনি সকল নিয়ম মেনে কাজ করলে তখন আপনি তাদের সাথে দীর্ঘ সময় কাজ করার সুযোগ । এখন চলুন দেখা যাক অন্য ইনকাম করার পথগুলো সম্পর্কে ,
ইউটিউব থেকে ইনকাম করুন সহজেই:
- ইউটিউব যদিও আপনার কাছে একটি ভিডিও প্লাটফর্ম মনে হলেও আসলে আপনি চাইলে এখান থেকে অনেক ইনকাম করতে পারবেন। এটা গুগলের ইনকাম করার অন্য একটা উপায় বলা যেতে পারে। আর বর্তমানে ভিডিও কন্টেন্টগুলোর চাহিদাও অনেক। মানুষ প্রায় প্রতিটা ক্ষেত্রে ভিডিও খোজে, আর এখানে গুগল একটি ইনকামের পথের সুযোগ রেখেছে, তাদের সকল পলিসি মেনে যেকেউ চাইলে একটি ইউটিউব চ্যানেল খুলে উপর্যুক্ত কন্টেন নিয়ে ভালো পরিমানের ইনকাম করতে পারেন। তবে ইনকাম করার জন্য আপনার ভালোমানের কন্টেন্ট দরকার সাথে দরকার ৪০০০ ঘন্টা ওয়াচ টাইম ও ১০০০০ সাবচক্রাইবার ।আপনি উক্ত শর্ত পূরণ সাপেক্ষে ইউটিউব পরিবারের সদস্য হয়ে ইনকাম করতে পারবেন সহজেই। এখানে মূলত ভিডিও ভিউজ এবং এড দেখানোর ব্যাপারটা কাজ করে ।
CPA Marketing :
আপনি ইনকাম করার জন্য CPA Marketing কে একটি ভালো প্লাটফর্ম হিসেবে নিতে পারেন । বর্তমানে এটাও বেশ জনপ্রিয় একটি ইনকাম মাধ্যম । এটির মাধ্যমেও অনেকে ইনকাম করছে । চাইলে আপনিও শুরু করতে পারেন । এবং একটি ভালো পরিমাণ টাকা ইনকাম করতে পারবেন যদি আপনি সময় নিয়ে কাজ করতে পারেন । এর জন্য আপনার দরকার হবে একটি ওয়েবসাইট এবং কিছু প্লাটফর্ম যেখান থেকে আপনি ভালোমতো নিজের ইনকাম করতে পারবেন । CPA Marketing শিখুন মোবাইল দিয়েই
আশা করি আমাদের আজকের টপিক টি আপনাদের ভালো লেগেছে। ইনকামের এমন সুন্দর সুন্দর টপিক পেতে আমাদের সাথেই থাকুন। সবাইকে ধন্যবাদ।
ছবি: সংগৃহীত । লেখক : প্রত্যাশা